হুগলি: ভারতীয় জনতা পার্টির কৃষক সুরক্ষা অভিযানের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পর্দা ফাঁস করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ দিন তিনি স্পষ্ট বললেন, ২০১৩ সালের পর থেকে আর ভোট হয় না শুধু লুট হয়। এর জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। একইসঙ্গে শাসক দলের শীর্ষ নেতৃত্বকে এক হাত নিয়ে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী।
এ দিন শুভেন্দু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি এখানে ২০১১ সালে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে। পরে ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে ও ভোট চাইতে এসেছিলেন যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এরপরই শুভেন্দু মন্তব্য করেন, ২০১৩ সালের পর থেকে আর ভোট হয় না শুধু লুট হয়। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্দেশ্যে মন্তব্য করে তাদের এক হাত নিয়ে বিজেপি নেতা বলেন, আগে যারা পোরাপোরা বিড়ি খেত এখন তারা মোটা ফিল্টার যুক্ত সিগারেট খাচ্ছে। যাদের ভাঙ্গা সাইকেল ছিল না তারা মোটরবাইক তো দূর, এখন এসি স্করপিও গাড়ি ছাড়া চড়ে না। এদিকে মেয়ে বা ছেলের জন্মদিন হলে ৫ লক্ষ টাকা খরচ করে, আর বিয়ে হলে ১ কোটি টাকা খরচ হয়। তিনি আরো বলেন, গ্রামের সকলের কাঁচা বাড়ি, আদিবাসীদের একতলা মাটির বাড়ি, এ দিকে ওদের দোতলা তিনতলা চারতলা বাড়ি, ওই কালীঘাটের শান্তিনিকেতনের মত। এভাবেই খোঁচা দেন শুভেন্দু অধিকারী।
এর আগেও একাধিক জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট লুটের ইতিহাস ব্যাখ্যা করেছেন নব্য বিজেপি নেতা। কিভাবে পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি শাসক দল, কিভাবে ভোট লুট করে বিজেপিকে হারানো হয়েছে তার সবই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন তিনি। এমনকি পঞ্চায়েত নির্বাচনে কোন কোন এলাকা বিজেপি জিতেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস ইভিএম কারচুপি করে তা ছিনিয়ে নিয়েছে, তার কথাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর মত বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন।