সংসদে ঢুকতে দেব না! বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

সংসদে ঢুকতে দেব না! বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা: ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এদিন বিরাট ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিদান দেন, আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে। ‘শান্তিপূর্ণ’ ঘেরাও কর্মসূচির ঘোষণা করে ইতিমধ্যেই তিনি রাজনৈতিক পারদ বাড়িয়ে দিয়েছেন বাংলার। এবার এই কর্মসূচির পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হুঙ্কার, দিল্লিতে তৃণমূল সাংসদদের সংসদে ঢুকতে দেবেন না তিনি। 

অভিষেক আজ তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন, ৫ আগস্ট রাজ্যের বিভিন্ন স্তরের নেতাদের বাড়ি ঘেরাও করবেন তারা। তবে পুরোটাই শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনও রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না। বাড়িতে কোনও বয়স্ক ব্যক্তি থাকলে অবশ্যই তাঁকে ছেড়ে দিতে হবে। এরই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, এক জনের বাড়িতে কে ঢুকবে, কে বেরবে সেটা তাঁর সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। অন্য কেউ তা নিশ্চিত করতে পারে না। তাঁর চ্যালেঞ্জ, একটা বিজেপি কর্মীকে ঘেরাও করলে দিল্লিতে সংসদে তৃণমূলের সাংসদদের ঢুকতে দেবেন না তারা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোটে হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এই বক্তব্য রাখেন তিনি। 

এদিকে আজ ২১-র মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনের বিপুল জয় নিয়ে কথা বলতে গিয়েও বিজেপিকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বিধানসভা ভোটে বিজেপি’র সঙ্গে ১০ শতাংশের ব্যবধান ছিল তৃণমূলের৷ আমি বলেছিলাম এই ব্যবধান পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি হবে৷ কিন্তু আমি ভুল ছিলাম৷ ব্যবধান ১০ বা ১৫ শতাংশের নয়, ব্যবধান ৩০ শতাংশের হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =