কলকাতা: রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতির দিকে তাকিয়ে সরকার একাধিক নিয়মবিধি লাগু করেছে। তবে অনেক পরিষেবাতে ছাড় দিলেও স্কুল-কলেজ এখনও বন্ধ আর এই নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। জিম থেকে শুরু করে পার্লার, রেস্তরাঁ, সিনেমা হল এমনকি বার, মদের দোকান নির্দিষ্ট সময় মতো খোলা থাকছে কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। এই ইস্যু নিয়েই রাজ্যকে নিশানা করছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল। এবার এই বিষয়ে মুখ খুলে রাজ্যকে চরম খোঁচা দিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, শুধু লোকাল ট্রেন এবং স্কুলেই মনে হয় করোনা আছে।
আরও পড়ুন- অনলাইন শিক্ষা ‘চাপিয়ে’ দেওয়ার প্রয়াস! ফের মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে চিঠি
রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান যাতে খুলে দেওয়া হয় তার জন্য আগে থেকেই আওয়াজ তুলছে বিজেপি, সিপিএম সহ একাধিক শিক্ষা সংগঠন। বারবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন পত্র জমা দিচ্ছে তারা। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। যদিও পুরভোট এবং গঙ্গাসাগর মেলা হয়েছে। এবার এই পরিপ্রেক্ষিতেই মুখ খুলে শুভেন্দু অধিকারী রাজ্যকে একহাত নিয়ে বলেন, পার্লার, সেলুন, মদের দোকান খোলা কিন্তু স্কুল-কলেজ বন্ধ। সেখানে কোভিড দেখা যায় না। শুধু লোকাল ট্রেন আর স্কুলে কোভিড থাকে। এইভাবে রাজ্যের সরকার শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, কর্ণাটক, মহারাষ্ট্রের মতই বাংলার কোভিড বিধি মেনেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত।
ইতিমধ্যেই সাধারণ অভিভাবক থেকে বিশিষ্টজন, সকলেই সামিল হয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে সওয়াল তুলতে। করোনার আবহে যেখানে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে পানশালা, সিনেমা হল থেকে শপিং মল৷ চলছে গণ পরিবহণ৷ বিয়ে বাড়িতে ছাড় দিয়ে আমন্ত্রিতের সংখ্যা ৫০ থেকে একলাফে বাড়িয়ে ২০০ করা হয়েছে৷ গঙ্গাসাগর মেলা হয়েছে৷ এক মাস পিছলেও হবে বই মেলা৷ তাহলে স্কুল খোলা হবে না কেন? #openschoolcollegeuniversities লিখে শুরু হয়েছে স্কুল-কলেজ খোলার দাবি৷ ফেসবুকে রীতিমত ভাইরাল এই পোস্ট।