কলকাতা: ব্যাপক জল্পনা তৈরি করে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী দুজন বিধায়ক। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, বিশ্বজিতের সঙ্গে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিজ্ঞাসা করেন ‘ডিসিশন’ নেওয়ার ব্যাপারে। জানা গিয়েছে তৃণমূল সুপ্রিমো নাকি তাঁকে প্রশ্ন করেছেন, “কিরে ডিসিশন নিলি কিছু?”। এই প্রসঙ্গ তুলে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপির সম্মান সমারোহ অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, যারা যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামানিক থেকে শুরু করে মুকুল রায় প্রত্যেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, তিনি বিজেপিতে যোগদান করার পরেই এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পচা আলু চলে গেলেই দলের ভালো। বিজেপি নাকি ওয়াশিং মেশিন। কালোরা গেলে সাদা হয়ে যায়। তবে আজ যখন বিধানসভায় বিজেপি বিধায়কের সঙ্গে দেখা হয়েছে তখন তিনি জানতে চাইছেন কি ডিসিশন নিল তারা। শুভেন্দুর প্রশ্ন, তারা যদি পচা আলু হন তাহলে এখনো বিজেপির লোককে দরকার পড়ছে কেন? কটাক্ষ করে বলেন, তৃণমূলের তো ২৫০ হয়ে গিয়েছে তাহলে বিজেপির দিকে হাত বাড়াতে হচ্ছে!
আরও পড়ুন: ২ বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তন হলে সুবিধা পাবে শাসকদল? অঙ্ক কষা শুরু
প্রসঙ্গত, এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঠিক কী নিয়ে আলোচনা হল, তা নিয়ে বিশ্বজিত জানান, বিধায়ক তহবিলের টাকার প্রসঙ্গ নিয়ে কথা বলতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হয় যে তিনি ভোটের আগে দলবদল করবেন কিনা। সে বিষয়ে অবশ্য কোনো প্রত্যক্ষ উত্তর দিতে যাননি বিশ্বজিৎ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করার প্রসঙ্গে তিনি বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই গুরুজন হিসেবে তাঁকে প্রণাম করেছেন।