Aajbikel

মুখ্যমন্ত্রী মাঝে মাঝে উদয় হন চোরদের সুরক্ষা দিতে! জোর কটাক্ষ শুভেন্দুর

 | 
শুভেন্দু

কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে তিনি নিশানা করেছেন বিজেপি সরকারকে। তাঁর কথায়, নিম্ন আদালতে বিজেপি সদর দফতর থেকে নির্দেশ আসে। সেই মতো কাজ হয়। আর রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি এবং তলব প্রসঙ্গে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক মারা গেলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে। এই ইস্যু নিয়ে মুখ খুলে পাল্টা তাঁকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এদিন বিকেলে বিজেপি বিধায়ক পাল্টা সাংবাদিক বৈঠক করে বলেন, বিজেপি কোনও তদন্তে হস্তক্ষেপ করে না। আর চোরেদের সুরক্ষা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মাঝে মাঝে উদয় হন! তাঁর কথায়, ''রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও সমালোচককে রাখতে চান না। তিনি ভাইপোকে সবটা ছেড়ে দিয়েছেন। এখন মাঝে মাঝে উদয় হন চোরেদের সুরক্ষা দেওয়ার জন্য। আজ উদয় হয়েছেন এক বড় চোর জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য।'' শুভেন্দু দাবি করেন, ২০১২ সাল থেকে বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক। নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় এমন কোনও অপকর্ম নেই যা তারা করেননি। তাঁর এও দাবি, নোটবন্দির সময় জ্যোতিপ্রিয় মল্লিক সল্টলেকের এক ব্যাঙ্কে ৪ কোটি টাকা বদল করিয়েছিলেন। সেই টাকা ভাগ মমতার কাছে এসছে বলেও দাবি বিজেপি নেতার। 

সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, নিম্ন আদালতে সরাসরি বিজেপি অফিস থেকে নির্দেশ আসে। বিজেপি বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে। মমতার দাবি, কথা না শুনলে পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। এর পালটা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ভারতবর্ষের আইনে এইসব হয় না। কেউ অসুস্থ থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা হয়।

Around The Web

Trending News

You May like