‘দুধেল গাইরা চটে যাবে, ভোটব্যাঙ্ক বাঁচাতেই সাইলেন্ট’! বাংলাদেশ ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর

‘দুধেল গাইরা চটে যাবে, ভোটব্যাঙ্ক বাঁচাতেই সাইলেন্ট’! বাংলাদেশ ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর

982b991e149b90811f5804a1477d27e6

 

কলকাতা: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় তোলপাড় দুই বাংলা৷ কিন্তু নিশ্চুপ কেন মুখ্যমন্ত্রী? বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর নীরবতাকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মুসলিম তোষণের অভিযোগ এনে সরব হলেন তিনি৷ সোমবার কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে গিয়ে সেদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু৷ সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানান বিরোধী দলনেতা।

আরও পড়ুন- জীবনাবসান রামকৃষ্ণ মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজীর, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলাদেশের উপ-দূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘রোমে যাওয়ার অনুমতি না পেয়ে ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি হিন্দু বাড়ির মেয়ে বলে প্রধানমন্ত্রী তাঁকে অনুমতি দেননি। আজ বাংলাদেশের ঘটনা দেখার পর চুপ করে আছেন কেন? ভোটব্যাঙ্ক চলে যাবে বলেই কি ৫ দিন ধরে সাইলেন্ট?’ সেই সঙ্গে শুভেন্দুর দাবি, হিন্দুদের থেকে খুব একটা বেশি ভোট পাননি মমতা। মুসলিমদের ভোটেই জিতেছেন তিনি। তাই হিন্দুদের ওপরে তাঁর কোনও দায়বদ্ধতা নেই৷ মমতাকে তাঁরই উক্তি মনে করিয়ে এদিন শুভেন্দু আরও বলেন, ‘২০১৯ সালে ভোটের ফল প্রকাশের পর উনি বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খেতে তৈরি। দুধেল গাইরা চটে যাবে, ভোটব্যাঙ্ক নড়ে যাবে, তাই মমতা চুপ করে আছেন।’ 
 

প্রসঙ্গত, গত বুধবার অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজো মণ্ডপে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন তিনি৷ হাসিনা বলেছেন, যাঁরা এই ধরনের ঘটনা ঘটাবে তাঁদেরকে আমরা খুঁজে বার করবই৷ এটা প্রযুক্তির যুগ৷ অপরাধীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যস্থা নেওয়া হবে৷ তবে বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কারা হামলা চালিয়েছে, কী কারণেই বা  হামলা চালানো হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমমন্ত্রী আসাদুজ্জামান৷ তিনি বলেন, সরকার এখনও কোনও প্রমাণ হাতে পায়নি। প্রমাণ পাওয়ার পরেই বিষয়টি প্রকাশ্যে আনা হবে। তবে যে কারণেই এই হামলা হোক না কেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *