পোড়া চপ এঁকেছেন মমতা! ধর্নায় বসে ছবি আঁকা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

পোড়া চপ এঁকেছেন মমতা! ধর্নায় বসে ছবি আঁকা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা: গতকাল নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল একদিনের জন্য। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আজ প্রায় সাড়ে তিন ঘন্টা একক ধর্না দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ে একের পর এক ছবি এঁকেছেন তিনি যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। কেউ বলছেন, তাঁর ছবি কেনার জন্য যারা ছিল তারা এখন জেলে আছে, আবার কেউ কেউ ছবির মান নিয়ে কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পোড়া চপের ছবি এঁকেছেন!

হাবরায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার সমর্থনে জনসভা করে শুভেন্দু বলেন, তাঁকে অনেকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির। অনেকেই নাকি বলছেন পোড়া চপের ছবি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু দাবি করেছেন, যারা মমতার ছবি কিনতেন তারা এখন জেলে বন্দি তাই এখন এই ছবি কেউ কিনতে পারবে না। প্রসঙ্গত, গতকাল নির্বাচন কমিশন একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ঘোষণা করেছিলেন তিনি আজ ধর্নায় বসবেন। সেই মতো আজ প্রায় সাড়ে তিন ঘন্টার প্রতিবাদ ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না চলাকালীন ছবি এঁকে গেছেন বেশ কয়েকটি।

আজ যখন ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখা যায় তার পাশে রয়েছে একটি ছোট্ট টেবিল যেখানে অনেক রঙের টিউব এবং তুলি রাখা। একই সঙ্গে ছিল ক্যানভাস এবং একটি লাল গামছা। হুইল চেয়ারে বসে এই সময় একটার পর একটা ছবি আঁকেন তিনি। এই ছবি নিয়ে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। যেমন বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর ছবি এঁকেছেন কিন্তু সেই ছবি কেনার জন্য যারা থাকতেন তারা এখন জেলে রয়েছেন! অন্যদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে কটাক্ষ করেন। অন্যদিকে সিপিএম এবং দলের অনুগামীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =