‘হ্যান্ড কামান’ ব্যবহার হয়েছে, হাইকোর্টের নির্দেশ মানা হয়নি! তোপ দাগলেন শুভেন্দু

‘হ্যান্ড কামান’ ব্যবহার হয়েছে, হাইকোর্টের নির্দেশ মানা হয়নি! তোপ দাগলেন শুভেন্দু

নন্দীগ্রাম: পলাশীর যুদ্ধের মতো ‘হ্যান্ড কামান’ ব্যবহৃত হয়েছে। ভোট শান্তিপূর্ণ করতে কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, তা মানা হয়নি। পঞ্চায়েত ভোট ইস্যুতে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে একযোগে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এও দাবি, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীর তহবিল থেকেই এই খরচ করতে হবে। 

এদিন গোটা দিনের ভোট পর্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ডায়মন্ড হারবারে পলাশীর যুদ্ধের মতো ‘হ্যান্ড কামান’ ব্যবহার করা হয়েছে। একাধিক জায়গায় ছাপ্পা ভোট, ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি দরকার আছে। তাঁর এও বক্তব্য, যেখানে যেখানে গুরুতর অভিযোগ আছে ভোট নিয়ে সেখানে নির্বাচন কমিশনকে পুনরায় নির্বাচন করাতে হবে। পাশাপাশি ভোটে মৃত্যু নিয়েও সরকার এবং কমিশনকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, নির্বাচন কমিশন এই হিংসা আটকাতে পারত কিন্তু কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মানা হয়নি। কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। 

এই পরিপ্রেক্ষিতেই বিজেপি বিধায়ক ভোটে নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা এবং আহতদের ১০ লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছেন। অসমর্থিত সূত্র অনুযায়ী, বিকেল পর্যন্ত রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। যদিও রাজ্য নির্বাচন কমিশন ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eleven =