‘তোলাবাজ ভাইপো হাটাও’, বিজেপিতে যোগ দিয়েই চরম আক্রমণাত্মক শুভেন্দু

নাম না করলেও প্রত্যক্ষ ভাবে বুঝিয়ে দিলেন তিনি কাদের বিরোধিতা করছেন এবং করবেন।

মেদিনীপুর: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ মেদিনীপুরের সভা থেকে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের নাম লিখিয়ে একযোগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন তিনি। বিগত কয়েক মাস ধরেই রাজনীতিতে চর্চায় ছিল শুভেন্দু বনাম অভিষেক প্রসঙ্গ। এতদিন ধরে বেশ কয়েকবার নাম না নিয়েই একে অপরকে আক্রমণ করেছেন দুজন। বিজেপিতে যোগদান করে সেই পালা অব্যাহত রাখলেন শুভেন্দু অধিকারী। নাম না করলেও প্রত্যক্ষ ভাবে বুঝিয়ে দিলেন তিনি কাদের বিরোধিতা করছেন এবং করবেন। 

এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু জানান, গতকাল তাকে তৃণমূল কংগ্রেসের একজন পুরনো বন্ধু একটি ভিডিও পাঠায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর ভাষণ দিচ্ছেন, ‘বিজেপি হাটাও, দেশ বাঁচাও’। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, তিনি যখন যে দল করেন সেই দল নিষ্ঠা ভাবে করেন। তখন তৃণমূল কংগ্রেস করতেন, দলের হয়ে নিষ্ঠা ভাবে কাজ করতেন, তখন তাই করেছেন। তবে এখন যদি তাঁকে কিছু বলতে হয়, তাহলে তিনি স্পষ্ট করে বলবেন, ‘তোলাবাজ ভাইপো হাটাও’। অর্থাৎ এক কথায় বলা যায়, সূরা মূল কংগ্রেসের বিরুদ্ধে তার যে বহু সময় খুব জমে ছিল তা তিনি আজ বিজেপিতে যোগদান করে উগরে দিয়েছেন। 

এর আগে জনসভা করে শুভেন্দু অধিকারীকে পরোক্ষে আক্রমণ করে তৃণমূলের যুব নেতা বলেছিলেন, তৃণমূলে লিফটে করে কেউ ওঠেনি, সবাই সিঁড়ি ভেঙে, কষ্ট করে উঠেছে। এই দলে লিফটে করে ওঠার মতো কারুর জায়গা নেই। পরবর্তী ক্ষেত্রে নাম না করে সেই তাঁকে কটাক্ষ করেলেন শুভেন্দু। যা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছে। এবার গেরুয়া শিবিরে নাম লিখিয়ে প্রথম ভাষণে ভাইপোকে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =