‘জেল বন্দি বিকাশের সঙ্গে রোজ কথা হয় অভিষেকের’, বিস্ফোরক শুভেন্দু

‘জেল বন্দি বিকাশের সঙ্গে রোজ কথা হয় অভিষেকের’, বিস্ফোরক শুভেন্দু

911790dd319badc05ce51dd2ca29329c

 কলকাতা: ফের বঙ্গ রাজনীতিতে বাড়তে শুরু করেছে আক্রমণের ঝাঁঝ। কয়লাপাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দুর সম্পর্ক নিয়ে আঙুল তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, শুভেন্দুর সঙ্গে যে বিনয়ের কথা হয়েছিল, সেই অডিয়ো রয়েছে তাঁর কাছে৷ পাল্টা সুর চড়িয়ে সেই অডিয়ো প্রকাশ করার হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু৷ এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা৷ তাঁর দাবি, কয়লা পাচারে অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রের ভাই বিকাশের সঙ্গে প্রতিদিন কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন- ‘সুপ্রিম’ স্বস্তি বহাল অভিষেকের, কড়া পদক্ষেপ থেকে বিরতই থাকতে হবে ইডিকে

রবিবার হুগলির উত্তরপাড়ায় বিজেপির একটি কর্মী সম্মেলন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক৷ শুভেন্দু বলেন, ‘ভাইপোর সঙ্গে প্রতিদিন সন্ধে সাতটার সময় কথা হয় বিকাশের। বিনয়ের ভাই বিকাশ মিশ্র এখন জেলে বন্দি। বিনয় মিশ্র কোথায় আছে ভাইপো সেটাও জানে। আমিও এজেন্সিকে বলব।’ 

এখানেই শেষ নয়, শুভেন্দুর আরও দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল ব্যাঙ্ককে৷ সেই অ্যাকাউন্টের টাকা দিয়ে সোনা কিনে তা ভারতে নিয়ে আসা হয়। সভায় একটি নথিও দেখান শুভেন্দু৷ যদিও সেই নথির সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷  শুভেন্দুর দাবি, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিদেশি ব্যাঙ্কে থাকা ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়৷  তিনি জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ককে গিয়েছিলেন রুজিরা ও তাঁর বোন মেনকা গম্ভীর। সেইসময়ই ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেন রুজিরা৷