আতঙ্কের নাম শুভেন্দু! অভিষেক গড় থেকে হুঙ্কার বিরোধী দলনেতার

আতঙ্কের নাম শুভেন্দু! অভিষেক গড় থেকে হুঙ্কার বিরোধী দলনেতার

কলকাতা: একই সময়, একই দিনে বঙ্গের রাজনীতির দুই মহারথীর সভা। কাঁথি এবং ডায়মন্ড হারবার নিয়ে উত্তেজনা চরমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ের সেই সভা থেকে এদিন চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, এখন আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর খোঁচা, ”আগে নেতারা বলতেন ‘কলকাতা চলো’। এখন পিসি-ভাইপো কথায় কথায় বলেন ‘কাঁথি চলো’।”

আরও পড়ুন-  উদ্ধার হল দুই ঝলসানো দেহ, বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি বিজেপির

এদিন শুভেন্দু সভামঞ্চ থেকে বক্তব্য রেখে বলেন, সভার অনুমতি পাওয়ার পর তারা সভার কাজ শুরু করেন। কিন্তু রাতে কাউন্সিরের বাহিনী এসে সব খুলে নিয়ে চলে যায়। তিনি নেতাদের বলেছেন ঝগড়ায় না জড়াতে। তাঁর কটাক্ষ, এই পুলিশ মমতার পুলিশ, রাজ্য পুলিশ নয়। তবে তিনি হুঙ্কার দিয়ে এও বলেন, যে সভা হচ্ছেই। আর কলকাতার লোক বারবার কাঁথিতে যাচ্ছে। এখন আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী। এই মঞ্চ থেকেই নাম না নিয়ে শুভেন্দু কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের সাংসদ সাংসদ সর্বভূক, তিনি কয়লা, বালি, স্কুলের ইউনিফর্ম খান।

এদিকে এই সভা শুরু আগেই দুই দলের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে ১১৭ নম্বর জাতীয় সড়কে তৃণমূল পথ অবরোধ করেছিল। সেখানেই বিজেপির সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিজেপির কর্মী-সমর্থকদের। অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় দাঁড়ানো মোটর বাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলেও খবর। এদিকে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 3 =