করোনা আক্রান্ত শুভেন্দু অধিকারী ও তাঁর মা! বাড়ছে উদ্বেগ

করোনা আক্রান্ত শুভেন্দু অধিকারী ও তাঁর মা! বাড়ছে উদ্বেগ

 

কলকাতা: গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল দলবদলের জল্পনা৷ দলের অন্দরে বাড়তে থাকা দূরত্ব, নিষ্ক্রিয়তাও ছিল যথেষ্ট৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বড়তে থাকা প্রবল জল্পনার মধ্যে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তবে এবার আর কোনও রাজনৈতিক ইস্যুতে নয়, বরং উদ্বেগ বাড়িয়েছে শুভেন্দুর অসুস্থ হওয়ার খবরে৷

উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারী৷ গতকাল থেকেই জ্বরে ভুগছিলেন তিনি৷ পরিস্থিতি বুঝে করিয়ে নেন করোনা পরীক্ষা৷ রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর মাও করোনা আক্রান্ত হয়েছে৷ তবে, কীভাবে তাঁরা সংক্রমিত হলেন, তা এখনও জানা সম্ভব হয়নি৷ গতকাল তাঁর একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল৷ কিন্তু, জ্বরের কারণে সেই কর্মসূচিতে অংশ নিতে পারেননি তিনি৷ যদিও এর আগে শুভেন্দু অধিকারী পরিবারে করোনা সংক্রমণ ছড়িয়ে ছিল৷ এবার শুভেন্দু অধিকারীর করোনা আক্রান্তের খবরে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ৷

সূত্রের খবর, আপাতত তাঁর মৃদু উপসর্গ দেখা গিয়েছে৷ তবে তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাবেন নাকি কলকাতায় আসবেন, তা এখনও জানা যায়নি৷ তবে, আপাতত তিনি গৃহপর্যবেক্ষণে আছেন৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান শুভেন্দু অধিকারী৷ তিনি ও তাঁর বয়স্কা মাও আক্রান্ত হয়েছে বলে খবর৷ তাঁকে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷ প্রয়োজন পড়লে আজ হাসপাতালে ভর্তি হতে পারেন শুভেন্দু অধিকারী৷

বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর কোলাঘাটের একটি সরকারি গেস্ট হাউসে তিনি আইসোলেশনে চলে যান৷ রিপোর্ট পজিটিভ আসে তাঁর মা গায়েত্রীদেবীও৷ দিন কয়েক আগেই মন্ত্রীর মায়ের অস্ত্রোপচার হয়৷ তাঁর স্থূলতাজনিত সমস্যা রয়েছে৷ করোনা রিপোর্ট পজিটিভ মেলায় আর কোনও ঝুঁকি নেয়নি পরিবার৷ বৃহস্পতিবার রাতে গায়েত্রী দেবীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বলে খবর৷ তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =