বিসর্জনে রামের নামে নাচ! শুভেন্দুর কথায়, ‘বাংলা এবার সঠিক পথে’

বিসর্জনে রামের নামে নাচ! শুভেন্দুর কথায়, ‘বাংলা এবার সঠিক পথে’

suvendu adhikari

কলকাতা: দুর্গা ঠাকুর ভাসানের সময়ে নানা ধরনের গান শোনা যায়। শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন হোক কিংবা সাধারণ পাড়ার প্যান্ডেলের ঠাকুর বিসর্জন, দুর্গাপুজোর ভাসান মানে নির্ভেজাল আনন্দ। নাচ, গান আর নানা রঙের ফুর্তি। কিন্তু তাতে এতদিনে রাজনীতির কোনও রঙ লাগেনি। এবার সেটাই লাগালেন রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে, আলোকসজ্জিত রামচন্দ্রের বিশাল অবয়বের সঙ্গে প্যান্ডেল আর তার সামনে হাত তুলে চলছে উদ্দাম নাচ। তাঁর দাবি, দুর্গাপুজোর ভাসানে রামের নামে নাচ হচ্ছে বঙ্গে, যা আগে দেখা যেত না। 

চলতি বছর পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে রামন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে হওয়া এই পুজো উদ্বোধন করে গিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। না চাইলেও বলা যেতে পারে যে, দুর্গাপুজোতেও রাজনীতির রঙ লেগে গিয়েছে এইভাবেই। এবার সেই রঙের পরিমাণ যেন আরও বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সমাজমাধ্যমের পাতায় ওই রামের নামে নাচের ভিডিও দিয়ে তাঁর বার্তা, ”তোলামুলীরা যেন না ভাবে যে এই ভিডিও উত্তরপ্রদেশ বা বিহারের। এটা আমাদের নিজেদের বাংলার। গত সন্ধ্যায় গোটা বাংলায় প্রতিমা ভাসানের সময় এই ছবি অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে। বাংলা এবার সঠিক পথে। জয় শ্রীরাম।” তাঁর এই ভিডিও এবং দাবি নিয়ে এখন চর্চা হচ্ছে। 

বাঙালির কাছে দুর্গাপুজো আবেগের। তাতে কোনও দিনই রাজনীতির কোনও রঙ লাগেনি। কিন্তু ধীরে ধীরে বিষয়টি যেন বদলে যাচ্ছে। তাহলে কি ভোটের দায়ে উৎসবকেও হাতিয়ার করতে চাইছে বিজেপি? প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করে সেই ধর্মীয় বার্তা দিতে চাইছে তারা। একই সঙ্গে এবারের পুজোতে এই ধরনের চিত্র প্রকাশ্যে এনে বঙ্গেও বাজিমাতের চেষ্টায় গেরুয়া বাহিনী।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =