‘এক ইঞ্চি জায়গাও ছাড়ব না, তাড়া করে বেড়াব..’’ নবান্নে টানটান উত্তেজনা, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

‘এক ইঞ্চি জায়গাও ছাড়ব না, তাড়া করে বেড়াব..’’ নবান্নে টানটান উত্তেজনা, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

suvendu adhikari

কলকাতা: রাজ্যের পাওনা-গন্ডা নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখন নবান্নে হাই ভোল্টেজ ড্রামা। বুধবার সকালে আচমকাই নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে নবান্নে আসেন বিজেপি-র আরও তিন বিধায়ক চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ এবং বিশাল লামা৷ তাঁরা সোজা নবান্নে ঢুকে পড়েন। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় রাজ্য প্রশাসনিক মহল৷ এরই মধ্যে আবার নবান্নে দাঁড়িয়ে মমতাকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘এক ইঞ্চিও জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াব আপনাকে।”

বুধবার সকালে প্রথমে বিধানসভায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেই আচমকা বেরিয়ে পড়েন নবান্নের উদ্দেশে৷ প্রায় আধ ঘণ্টা পর নবান্ন থেকে বেরন শুভেন্দুরা৷ তাঁর কথায়, বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন, অথচ ওঁর সরকারই বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − thirteen =