পাকিস্তানকে অনুকরণ করে অমিত মিত্রকে উপদেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর

পাকিস্তানকে অনুকরণ করে অমিত মিত্রকে উপদেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর

fd093d48077793976ee814f1d7826498

 কলকাতা: এবার পাকিস্তানকে অনুকরণের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, পাকিস্তানকে নকল করেই অমিত মিত্রকে জোড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। যা নিয়ে ফের তুঙ্গে তরজা৷ 

আরও পড়ুন- ‘নাচ না জানলে উঠোন ব্যাঁকা’! শুভেন্দুর ইভিএম বদল মন্তব্যে কটাক্ষ অধীরের

মঙ্গলবার টুইটারে শুভেন্দু অধিকারী বলেন, ‘নেহাতই কাকতলীয়? নাকি অনুপ্রেরণা নেওয়া হচ্ছে? পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী শওকত তারিনকে প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে৷ এর কয়েকদিন পরেই অমিত মিত্রকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল৷ পাকিস্তানকে অনুকরণ করেছে পশ্চিমবঙ্গ। দু’জনেই অর্থমন্ত্রী ছিলেন। কাকতালীয় ভাবে দু’জনেরই সাংবিধানিক মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।’

প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে অমিত মিত্রকে৷ অন্যদিকে অর্থ মন্ত্রক নিজের হাতেই রাখেন মুখ্যমন্ত্রী৷ এর কিছুক্ষণ বাদেই টুইট করেন শুভেন্দু৷  শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা ভোটে দাঁড়াননি অমিত মিত্র৷  তবে তৃতীয়বা ক্ষমতায় আসার পর তাকেই অর্থমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন, অমিত মিত্রের মতো বর্ষীয়ান নেতাদের জন্য বিধান পরিষদ তৈরি করা হবে। যদিও বিধান পরিষদ এখনও গঠিত হয়নি। ভোটেও লড়েননি অমিত। সংবিধান অনুযায়ী, ভোটে না জিতে সর্বোচ্চ ছ’মাস পর্যন্ত কেই মন্ত্রী থাকতে পারেন৷  এই নিয়মের জেরেই অর্থমন্ত্রী থাকতে পারছেন না তিনি।

তবে অমিতের উপরে এখনও ‘ভরসা’ রেখেছেন মমতা। মুখ্যমন্ত্রী নিজের হাতেই অর্থ দফতর রেখেছেন এবং অমিতকে ক্যাবিনেট পদমর্যাদার জোড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন৷ সেইসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *