কলকাতা: একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল তৃণমূলের বহু নেতা। বিগত কয়েক বছর ধরে অস্বস্তি বহাল রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবার সেই অস্বস্তি আরও বেশ খানিকটা বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতার রাস্তায় পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার হিংসা এবং অশান্তির প্রতিবাদে মিছিল করেছে বিজেপি। সেই মিছিল শুরু হওয়ার আগে কলেজ স্কোয়ার থেকে বক্তৃতা দিয়ে চরম হুঁশিয়ারি দেন শুভেন্দু। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক দুর্নীতি তিনি ফাঁস করবেন।
আজকের বিজেপির মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ দিলীপ ঘোষ। এই মিছিল থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের সরকার এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর হুঁশিয়ারি, তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতিতে জড়িয়ে, সেই তথ্যও তিনি পেয়েছেন। বিধায়কের দাবি, আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই তথ্য প্রকাশ করবেন। যদিও কী এই ইস্যু তার একটি ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছেন। তাঁর দাবি, আইন বিরুদ্ধেভাবে ‘আইপ্যাক’কে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভোট সংক্রান্ত একাধিক ইস্যু তো আছেই। এই প্রেক্ষিতেই তাঁর হুঁশিয়ারি, আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস হবে।
শেষ এক মাসে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল হয়েছে বাংলায়। বিরোধী শিবিরের অভিযোগ, অনেকেই ভোট দিতে পারেননি, মনোনয়ন জমা করতে পারেননি। এছাড়া শাসক দলের হিংসা এবং অত্যাচার তো সহ্য করতেই হয়েছে। এই প্রেক্ষিতে আজ শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানান, ২১ জুলাই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও হবে, যারা ভোট দিতে পারেননি, জিতেও শংসাপত্র পাননি, মনোনয়ন জমা দিতে পারেননি, তারা বিডিওদের রগড়াবে! অর্থাৎ, তৃণমূলের ২১ জুলাইয়ের দিন পাল্টা কর্মসূচি রেখেছেন তারা, এটাই স্পষ্ট করলেন।