কলকাতা: উলটো সুর শুভেন্দু অধিকারীর গলায়। বিজেপিতে যোগদানের পর থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় সরব হয়েছেন শুভেন্দু। এবার তিনি বামফ্রন্টের প্রশংসায় পঞ্চমুখ। বৃহস্পতিবার তমলুকে একটি সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বাম নেতাদের ব্যক্তিগত সততার প্রশংসা করেন। বলেন, বামফ্রন্টের সময় অনেক কিছুই ভুল হয়েছে। কিন্তু অনেক ভাল কাজও করেছে।
তৃণমূল জমানায় প্রাথমিকে নিয়োগে দুর্নীতির সমালোচনা করতে গিয়ে শুভেন্দু বলেন, বামফ্রন্টের অনেক নীতি ভুল ছিল ঠিকই। কিন্তু তার পাশাপাশি ওই জামানায় অনেক কাজও হয়েছে। একথা অস্বীকার করার উপায় নেই। বুদ্ধদেব ভট্টাচার্য, সুকুমার সেনগুপ্ত, সুধীর গিরি সবাই মানুষের স্বার্থে কাজ করেছেন। শুভেন্দু নিজেকে সুধীরবাবুর ছাত্র বলে বর্ণনা করেছেন। তাঁর মতে সুধীরবাবুর মতো সৎ বামপন্থীরাও ছিলেন। বাম নেতা ভূপাল পণ্ডা তাঁকে ভালবাসতেন। খড়গপুরে তিনি রায়ান চৌবের বাড়িতে যেতেন। এরা বামফ্রন্টের বড় বড় মানুষ।
নন্দীগ্রাম, নেতাই বা লালগড় কাণ্ডের সময় শুভেন্দুর বামেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন তৃণমূলের সৈনিক। বিজেপিতে যোগ দেওয়ার পর সেই বামেদের প্রশংসায় পঞ্চমুখ হলেন শুভেন্দু। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে পশ্চিমবঙ্গে বামেদের ক্ষমতা কমেছে আর ততটাই বেড়েছে বিজেপির ক্ষমতা। বিজেপির এই উত্থানের পিছনে বামেদের বড়সড় ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন। ভোটের আগে সেই পালে হাওয়া লাগাতে তৎপর বিজেপি। বামেদের কিছু বিজেপির দিকে আনতে তৎপর গেরুয়া শিবির। তারই অংশ হিসাবে শুভেন্দুর মুখে বামের প্রশংসা।