সাড়ে ৬ হাজার পাতার ইতিহাস কে লিখেছে জানি! বিস্ফোরক শুভেন্দু

সাড়ে ৬ হাজার পাতার ইতিহাস কে লিখেছে জানি! বিস্ফোরক শুভেন্দু

History

কলকাতা: নিয়োগ মামলায় এদিন ফের একবার ইডি তলবে সাড়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু সাড়া দেওয়া নয়, ইডিকে সাড়ে ৬ হাজার পাতার নথিপত্র জমা দিয়ে এসেছেন তিনি। তবে এই ইস্যুতে তাঁকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ওই নথি কোথায় বসে কে লিখেছেন, তা তিনি জানেন! স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তাঁকে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও। ( History)

বিজেপি নেতার দাবি, একটি ল ফার্ম ৬ হাজার ৫০০ পাতার ইতিহাস লিখে দিয়েছে আর উনি গিয়ে তা জমা দিয়ে দিয়েছেন। এই নথিতে তাঁর স্ত্রী, শ্যালিকা, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কোনও নাম নেই। সবই সাদা। এই ইতিহাস কোথায় বসে এবং কে লিখে দিয়েছে, সবই তাঁর জানা। অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বহিষ্কার ইস্যুতে মুখ খুলে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি যা করেছেন তার জন্য তাঁকে সাসপেন্ড করাই উচিত। দেশের নিরাপত্তার প্রশ্নে দেশবিরোধী কাজ করেছেন তিনি। এমনই মন্তব্য তাঁর। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই দাবির পাল্টা দিয়ে তৃণমূল বলেছে, ইডি, সিবিআই এবং বিজেপির রক্ষাকবচ উঠে গেলে তিনি জেলে যাবেন।  এই ব্যক্তি বিকৃত মস্তিষ্কসম্পন্ন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে সিজিওতে এসে পৌঁছন অভিষেক৷ দুপুর ১২টা বেজে ৬ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন। ইডি দফর থেকে বেরিয়েই অভিষেক বলেন, ‘‘৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে কিছুটা সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডাকা হবে।’’ সেই সঙ্গে অভিষেক আরও বলেন, ‘‘আমি চাইলে আদালতের নির্দেশ মেনে শুধু নথিপত্র পাঠিয়েই দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকনোর কিছু নেই। যত বার ডাকবে তত বার আসব।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 6 =