মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে খরচ কত? বিস্তারিত তথ্য চেয়ে RTI করলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে খরচ কত? বিস্তারিত তথ্য চেয়ে RTI করলেন শুভেন্দু

CM’s Foreign Trip

কলকাতা: দুবাই এবং স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শিল্প আনতেই যে তিনি গিয়েছেন তা স্পষ্ট করেছিলেন। সেখানে গিয়ে একাধিক শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার বার্তাও দিয়েছেন তিনি। কিন্তু তাঁর বিদেশ সফরকে প্রথম থেকেই কটাক্ষ করে এসেছে বিজেপি। বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘পুরোটাই ঢপের চপ’। তবে এবার তিনি এই ইস্যুতে পদক্ষেপ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের খরচ নিয়ে আরটিআই করলেন বিজেপি বিধায়ক। (CM’s Foreign Trip)

মোট ১১ দিনের এই বিদেশ সফরের খরচ কত, কতজন গিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে, তাঁদের নাম ও পদ কী কী, এইসব বিষয়ে বিস্তারিত জানতে চেয়েই আরটিআই করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়া বিমানের ভাড়া, হোটেলের খরচ, বিদেশের মাটিতে গাড়ির খরচ সহ নানা তথ্যও প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, বাংলার মানুষের এটা জানা দরকার যে সরকার এত টাকা কোথায় পাচ্ছে। তাঁর দাবি, ঋণে জর্জরিত রাজ্য এবং কোষাগারের টানাটানি অবস্থা। তার পরেও এত বিপুল খরচ কেমন করে করা হচ্ছে, সেটা জানা প্রয়োজন। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের কাছে তথ্য চেয়েছেন তিনি। 

দু’দিন আগেই সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর নিয়ে তাঁর বক্তব্য ছিল, জনগণের ২০ কোটি টাকা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিদেশ সফর করেছেন। তিনি বাংলার জনগণকে বলে গেছেন শিল্প আনার কথা। কিন্তু এসব আদতে কিছুই নয়। এরম প্রতিশ্রুতি আগেও দিতে দেখা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *