Aajbikel

ডিএ মঞ্চ থেকে রাজ্য সরকারকে ‘টাইট’ দেওয়ার দাওয়াই দিলেন শুভেন্দু

 | 
শুভেন্দু

 কলকাতা:  শনিবার ১০০ দিনে পা দিল ডিএ আন্দোলন৷ পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী হরিশ চ্যাটার্জি স্ট্রিট ধরে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার পর সেখানে হয় পথসভা৷ সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘টাইট’ দেওয়ার দাওয়াই দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, কী সেই কৌশল? খোলসা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এই কৌশলের মোক্ষম অস্ত্র কী হবে, তাও বাতলে দিলেন তিনি৷


শনিবার ডিএ আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের উদ্দেশে শুভেন্দুর পরামর্শ, “আপনারা মারপিট করার কোনও কর্মসূচি নেবেন না। এরা নিষ্ঠুর, এরা বর্বর, এরা যে কোনও সময় খুন করতে পারে। ট্রিগার হ্যাপি এরা।” ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে তিনি আরও বলেন,  “নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাড়িতে স্ত্রী-পুত্র, পরিবার, বাবা আছে। অনশন করে শরীর নষ্ট করা যাবে না।” তার পরেই তিনি শিখিয়ে দেন তৃণমূল সরকারকে ‘টাইট’ দেওয়ার উপায়৷ তাঁর মন্ত্র, “আপনাদের হাতে কলম আছে। কলমের খাপ বন্ধ করলেই টাইটটা হবে।” 


বিরোধী দলনেতার মতে, সরকারের সঙ্গে লাগাতার অসহযোগিতার পথে হাঁটলেই সরকার সমস্ত দাবিদাওয়া মেনে নিতে বাধ্য হবে৷ এই আন্দোলনকে আরও জোরালো করে তুলতে যোগ্য চাকরিপ্রার্থীদেরও শামিল হওয়ার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। রাজ্য থেকে তৃণমূলকে উচ্ছেদ করতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকেও সকলকে এই আন্দোলনে সামিল হওয়ার আর্জি জানান তিনি। যদিও এটাই প্রথম নয়, এর আগেও শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের অবস্থানমঞ্চ থেকে সরকারি কর্মচারীদের টানা কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়ার ‘পরামর্শ’ দিয়েছিলেন বিরোধী দলনেতা৷ আন্দোলনকারীদের আইনি লড়াইয়ে পাশে থাকারও আশ্বাসও দেন তিনি। শনিবারও তার অন্যথা হল না৷ 

Around The Web

Trending News

You May like