Aajbikel

‘ও একটা পাগল-উন্মাদ, মাথার তার কাটা’ মমতাকে নিশানা শুভেন্দুর

 | 
মমতা শুভেন্দু

কলকাতা: ‘বাংলার মাটি বাংলার জল’-কে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষ লগ্নে প্রস্তাবিত রাজ্য সঙ্গীত সমবেত কন্ঠে গেয়ে ওঠেন শাসকদলের বিধায়কেরা। গলা মেলান মুখ্যমন্ত্রী নিজেও৷  এদিকে, রাজ্য সঙ্গীতের প্রস্তাব শুনেই একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তোপ দেগে বললেন, ‘মুখ্যমন্ত্রীর মাথার তার কাটা আছে৷ ’ রাজ্যপাল এই প্রস্তাবে সই করবেন না বলেও দাবি তাঁর৷ 


এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘ও একটা পাগল, একটা উন্মাদ। রাকেশ রোশন চাঁদে গিয়েছে, ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছে। ওর বারোটা বাজাবো, এপাং ওপাং ঝপাং। রাজ্যপাল মহোদয় এই প্রস্তাবে সই করবেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি তাঁর অবদান নষ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাবেরও পরিণতি হবে ‘বাংলা’ নামের মতো, বিধান পরিষদের মতো, মুখ্যমন্ত্রীকে আচার্য করার মতো। মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই এটা কার্যকর করার। উনি পাগল মুখ্যমন্ত্রী। ওঁর মাথার তার কাটা আছে’।

বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য সঙ্গীত করার জন্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে সরকারের এই প্রস্তাবের ঘোর বিরোধী গেরুয়া শিবির৷ তাদের দাবি, পশ্চিমবঙ্গ ও দেশভাগের ইতিহাসকে বিকৃত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তৃণমূল সরকারের এই পদক্ষেপের পিছনে মুসলিম তোষণ রয়েছে বলেও দাবি বিজেপি’র। প্রসঙ্গত, গত সপ্তাহে নবান্ন সভাঘরে আয়োজিত এক বৈঠকে বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য সঙ্গীত বলে চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী৷ এর পর থেকেই শুরু হয় বিতর্ক৷

Around The Web

Trending News

You May like