মুখ্যমন্ত্রী কি ISIS-র প্রতি সহানুভূতিশীল? বিরাট প্রশ্ন তুললেন শুভেন্দু

কলকাতা: সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমনই আশঙ্কা করে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য কেরালা স্টোরি' রাজ্যে নিষিদ্ধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই ছবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি, সিপিএম এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে। মমতা সরকারকে একহাত নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত বদলে নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে সবথেকে বড় প্রশ্ন মনে হয় তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি ISIS-র প্রতি সহানুভূতিশীল?
'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গে এদিন শুভেন্দু টুইটারে লিখেছেন, ''আমি যত দূর জানি, কেরলে কী ভাবে মহিলাদের মগজধোলাই করেন কট্টরপন্থী ধর্মগুরুরা, তা নিয়েই তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি ছবিটি। কী ভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় আইএসআইএসের হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়। আইএসআইএস এবং তাদের কাজের বিরোধিতা করে এই ছবি। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?'' এখানেই থামেননি শুভেন্দু। তিনি আরও বলেন, ''এই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। একটা ছবি দেখানো হলে রাজ্যের আইনশৃঙ্খনা বিঘ্নিত হবে কেন? আর মুখ্যমন্ত্রী যদি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত।''
As far as I know, the movie - "The Kerala Story" is based on the religious indoctrination in Kerala focussing on how women are radicalised by extremist religious clerics. This film articulates how women were converted in Kerala and were sent to countries like Afghanistan, Yemen… pic.twitter.com/LWKLQmdJhN
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 8, 2023
এদিকে আবার সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই সিনেমা নিষিদ্ধ করা একটি স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। বকলমে আদতে তাকে প্রচার পাইয়ে দেওয়া হল। বিষয় হল, এর আগে তামিলনাড়ুতেও এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।