মুখ্যমন্ত্রী কেন দত্তপুকুর গেলেন না? প্রশ্ন তুলে একহাত নিলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী কেন দত্তপুকুর গেলেন না? প্রশ্ন তুলে একহাত নিলেন শুভেন্দু

Chief Minister

কলকাতা: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ড নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন এই প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু এলাকা পরিদর্শনের প্রসঙ্গ টানেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে তাঁর নেতৃত্বেই বিধানসভার কক্ষত্যাগ করেন বিরোধী বিধায়করা। 

আসলে বিষয় হল, দত্তপুকুরের ঘটনার পর এলাকা পরিদর্শনের গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেখানে যাননি। আর এই নিয়েই প্রশ্ন বিজেপি বিধায়কের। শুভেন্দুর বক্তব্য, উত্তরবঙ্গ থেকে এসে রাজ্যপাল দত্তপুকুরে যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী পারলেন না এখনও পর্যন্ত। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে এই বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী কেন এখনও ঘটনাস্থল পরিদর্শনে যাননি, সেই প্রশ্ন তুলেই সরব হন তিনি। এদিকে এই বিস্ফোরণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। 

দত্তপুকুরের ঘটনায় রাজ্যের গাফিলতি এবং প্রশাসনিক অদক্ষতার অভিযোগ তোলা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটিকে ‘নিছক দুর্ঘটনা নয়’ বলে মন্তব্যও করতে শোনা গিয়েছে রাজ্যপাল আনন্দ বোসকে। অন্যদিকে বিজেপির তরফে আবার পুরনো কিছু ঘটনার প্রসঙ্গ তুলেও আক্রমণ করা হয়েছে রাজ্য সরকারকে। বিরোধী দলনেতার বক্তব্য, এগরার ঘটনার পর ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, আর এমন ঘটনা বাংলায় ঘটবে না। কিন্তু সেই কথা যে তিনি রাখতে পারেননি তা প্রমাণিত।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eighteen =