ভোট-পরবর্তী হিংসার উল্লেখই নেই রাজ্যপালের ভাষণে! রাজ্যকে তোপ শুভেন্দুর

ভোট-পরবর্তী হিংসার উল্লেখই নেই রাজ্যপালের ভাষণে! রাজ্যকে তোপ শুভেন্দুর

5901883c1785ee5a2aae5461ac786234

কলকাতা: রাজ্য বিধানসভার প্রথম দিনের অধিবেশন ঘিরে যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠবে তা প্রথম থেকেই আন্দাজ করা গিয়েছিল। অবশেষে আজ হয়েছে তাই। রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভা আসার পর নিজের ভাষণ ৪ মিনিটে শেষ করেই সেখান থেকে বেরিয়ে যান এবং তারপরেই বিজেপি বিধায়করা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে ওয়েলেনেমে নেমে। জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় তাদের তরফে। এরপর বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য সরকার যে ভাষণ খসড়া রাজ্যপালকে লিখে দিয়েছিল সেখানে ভোট পরবর্তী হিংসার কোন উল্লেখ নেই! 

শুভেন্দু জানান, রাজ্যপালের ভাষণে ভোট-পরবর্তী হিংসার কোন উল্লেখ করা নেই। উল্টে বলা হয়েছে, নির্বাচনের পর বাংলায় হিংসা হওয়ার যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। এর পাশাপাশি ভাষণে আরও দাবি করা হয়েছে, নির্বাচনের আবহে রাজ্যে যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে তার দায় নির্বাচন কমিশনের। এমনকি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যে সন্ত্রাস থেকে শুরু করে ধর্ষণ এবং লুটপাটের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা আছে। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যপাল অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং ভোট পরবর্তী হিংসার ছবি স্বচক্ষে উপলব্ধ করতে তিনি নন্দীগ্রাম এবং শীতলকুচি গিয়েছিলেন। রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে লকডাউন তাঁর যাওয়া আটকাতে করেছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। 

আরও পড়ুন- বাইকে ‘আদি’ নামটা দেখেই বুকটা ছ্যাঁৎ করে উঠেছিল, বিবেকান্দের মৃত্যুতে শোকস্তব্ধ জামবনি

এদিকে আজ নিজের ভাষণ সম্পূর্ণ না করেই বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সত্যি কখনো লুকানো যায়না কিন্তু রাজ্য সরকার যে ভাষণ লিখে দিয়েছে তাতে সৈরাতন্ত্র প্রতিষ্ঠা করার মত কথা বলা হয়েছে এবং বাংলার আইন-শৃঙ্খলা যে উদ্বেগজনক সে কথা লেখা হয়নি। এর প্রতিবাদেই হয়তো রাজ্যপাল নিজের ভাষন সম্পূর্ণ না করে বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *