কীভাবে গোয়ায় বিজ্ঞাপন দিচ্ছে তৃণমূল? জোর কটাক্ষ শুভেন্দুর

কীভাবে গোয়ায় বিজ্ঞাপন দিচ্ছে তৃণমূল? জোর কটাক্ষ শুভেন্দুর

কলকাতা: বাংলার নির্বাচন জেতার পর তৃণমূল কংগ্রেস অন্য বিজেপি রাজ্যের দিকে হাত বাড়িয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরায় তারা পুরভোটে লড়েছে এবং আগামী দিন বিধানসভাতেও লড়বে বলে জানিয়েছে। আবার গোয়াতেও বিধানসভা নির্বাচন লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল। কিন্তু বঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্য, গোয়ার কোনও সুবিধা করতে পারবে না তৃণমূল। সেখানে কয়লা, গরু পাচারের টাকা দিয়ে শুধু বিজ্ঞাপন দিচ্ছে তারা।

তৃণমূলের গোয়ার ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি বলেছেন, গোয়ার মাটিতে দাগ কাটতে পারবে না মমতার দল। কোনও সাফল্য পাবে না। কারণ গোয়ার এক শতাংশও ভোট নেই তাঁদের। এই বক্তব্যের থেকে এক ধাপ এগিয়ে বিজেপি নেতা শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গ থেকে কয়লা, গরু বালি থেকে টাকা তুলে নিয়ে গিয়ে গোয়ায় বিজ্ঞাপন দিয়েছে তৃণমূল। কিন্তু ত্রিপুরায় তাঁদের সঙ্গে যা হয়েছে, তাই গোয়ায় হবে। বরং গোয়ায় আরও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি বলে দাবি করছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, দেশ মোদীর হাতে আছে এবং থাকবে। ভারত যাতে আফগানিস্তান না হয়ে যায় তার জন্য নরেন্দ্র মোদীকেই চাই।

এদিকে, কলকাতা পুরভোট নিয়ে রাজ্যের শাসক দলকে চরম কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যে ভোটে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়, ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকে না, সেটাকে তিনি ভোট হিসেবে ভাবেন না। তিনি আরও দাবি করেন যে, বিজেপি ৩ টি আসন পাবে সেটা ‘ভাইপো’ আগে থেকেই জানতেন। তাই এই ভোট প্রহসন ছাড়া আর কিছু নয় বলেই তোপ তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =