‘ব্যাগ গোছাতে শুরু করুন’, সুজিতের বাড়িতে ইডি হানা নিয়ে কটাক্ষ শুভেন্দুর! ‘রাজনৈতিক প্রতিহিংসা’ পাল্টা শশী

‘ব্যাগ গোছাতে শুরু করুন’, সুজিতের বাড়িতে ইডি হানা নিয়ে কটাক্ষ শুভেন্দুর! ‘রাজনৈতিক প্রতিহিংসা’ পাল্টা শশী

suvendu adhikari

কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির অভিযানে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দেখছে শাসকদল তৃণমূল কংগ্রেস। নারী, শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সব রকম চেষ্টা করে চলেছে কেন্দ্র৷ তাদের রাজনৈতিক দলেরও পক্ষ থেকেও এই চেষ্টা চালানো হচ্ছে। এটা জলের মতো পরিষ্কার।’’

এদিকে সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য পেয়েছে বলেই সকাল সকাল বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি সে কথা বলেছি। সুজিত বসুর ঘনিষ্ট দুই আত্মীয় কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন। ৭০টি পুরসভার তৃণমূল নেতারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত।’’  কটাক্ষ করে শুভেন্দু আরও বলেন, ‘‘ব্যাগ গোছাতে শুরু করে দিন। সঙ্গে শীতের জিনিসও রাখবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − three =