‘উনি’ কয়েক মাস জেলে দেখতে চান! দেহরক্ষীকাণ্ডে উপলব্ধি শুভেন্দুর

‘উনি’ কয়েক মাস জেলে দেখতে চান! দেহরক্ষীকাণ্ডে উপলব্ধি শুভেন্দুর

কলকাতা: শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী৷ যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে৷ এবার এ বিষয় মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন তিনি। তবে এই ঘটনায় চুপ থাকেননি খোদ শুভেন্দু অধিকারীও। তিনি বলছেন, তাঁকে কেউ কিছুদিন জেলে দেখতে চায়!

আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনই সিবিআই নয়! জানাল হাইকোর্ট

দেহরক্ষীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ঘটনার আড়াই বছর পর কেন এত তৎপরতা দেখানো হচ্ছে, তা তিনি জানেন না। এই প্রেক্ষিতেই তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে তিনি দাবি করেন, পুলিশ দেখিয়ে ভয় দেখানোর চেস্টা করা হচ্ছে, তবে লাভ নেই। নন্দীগ্রামে তাঁকে হারিয়েছেন তাই কয়েক মাস জেলে যেতে হবে, এমনই মনে করছেন শুভেন্দু। তাই তিনি এই জানান, তিনি সেই নির্দেশ মেনে নেবেন! এদিকে, কুণাল ঘোষ টুইট করে লিখেছেন, ”দিলীপ ঘোষ, আপনি বা আপনার কেন্দ্রীয় নেতৃত্ব এই মহিলা বা তাঁর পরিবারকে চেনে? আপনার নেতার দেহরক্ষী ছিলেন এই মহিলার স্বামী। একবার ওনার আবেদনে নজর দিন”। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মারা যান শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী৷ তাঁর স্ত্রী সূপর্ণা বলেন, ৬-৭ বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী৷ কী ভাবে তিনি আচমকা গুলিবিদ্ধ হলেন? কেনই বা তাঁকে কলকাতায় নিয়ে আসতে এত দেরি করা হল? এফআইআর-এ একাধিক প্রশ্ন তুলেছেন সূপর্ণা৷ কিন্তু কেন তিনি আড়াই বছর মুখ বুজে রইলেন? জবাবে সূপর্ণা জানান, শুধুমাত্র আতঙ্কে মুখ বন্ধ রেখেছিলেন তিনি৷ তিনি এটাও মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়তো সুবিচার পাবেন৷ তাই শুক্রবার সকালে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন সূপর্ণা৷ তাঁর নিশানায় রয়েছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *