‘স্বঘোষিত’ প্রধানমন্ত্রীর পুষ্পক রথ? রাজ্য বিমান নেওয়ায় মমতাকে একহাত শুভেন্দুর

‘স্বঘোষিত’ প্রধানমন্ত্রীর পুষ্পক রথ? রাজ্য বিমান নেওয়ায় মমতাকে একহাত শুভেন্দুর

কলকাতা: নিজস্ব বিমান নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার প্রকাশিত ই-টেন্ডারের ছবি সামনে এনে রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, “স্বঘোষিত প্রধানমন্ত্রীর পুষ্পক রথ?”

জানা গিয়েছে, একটি ছোট বিমান লিজ নিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে প্রধানমন্ত্রী হতে চাইছেন সেই কারণে হেলিকপ্টারের বদলে বিমানে ঘুরতে চাইছেন দেশ। এই প্রেক্ষিতে তিনি লিখেছেন, “স্বঘোষিত প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ? হেলিকপ্টারে সন্তুষ্ট না হয়ে এবার ১০ আসনের বিমান নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য এটি ব্যবহার করা হবে সরকারি খরচে?” যদিও শুভেন্দু অধিকারীর এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। রাজ্য সরকারের সম্মানের জন্যই বিমান থাকা উচিত।

আরও পড়ুন- ‘দুষ্টু লোকেরা’ প্রতারণা করতে পারে! সকলকে সাবধান হওয়ার পরামর্শ মমতার

প্রসঙ্গত, টুইটে শুভেন্দু রাজ্য পরিবহণ দফতরের যে টেন্ডারের উল্লেখ করেছেন সেখানে দেখা যাচ্ছে, আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য একটি প্লেন লিজ নিতে চায় রাজ্য সরকার। ওই ই-টেন্ডারে বলা হয়েছে, একটি আট থেকে দশ আসনের মিনি এয়ারক্রাফট লিজ নিতে চায় রাজ্য যেটি মাসে ৪৫ ঘণ্টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *