কলকাতা: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফলাফল নিয়ে বিতর্ক এখনও অব্যাহত থাকলেও আপাতত ভবানীপুরে উপ নির্বাচনে লড়ছেন মমতা। সেখানে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। প্রিয়াঙ্কার হয়ে প্রচারে এসে মমতাকে একের পর এক নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ভবানীপুরের শেষবেলার নির্বাচনী প্রচারে তিনি মমতাকে কটাক্ষ করে বললেন, নন্দীগ্রামে তিনি ছক্কা মেরেছেন আর একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তাই মমতা এখানে এসেছেন।
আরও পড়ুন- আইআইটি মাদ্রাজে ভর্তি শুরু
শুভেন্দুর বক্তব্য, নন্দীগ্রামে তিনি ছক্কা মেরে ছিলেন আর এবারেও তিনি চাইছেন যাতে ভবানীপুরের মানুষ এই নির্বাচনকেও নন্দীগ্রাম বানান। অর্থাৎ এখানেও যাতে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আবেদন রাখছেন তিনি। একই সঙ্গে এই উপনির্বাচনের কোন প্রয়োজনীয়তা ছিল না বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ভবানীপুরের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় অসুস্থ হননি বা দলবদল করেননি, তাও তিনি পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিয়েছেন নির্বাচনে লড়ার। শুভেন্দু বলছেন, করদাতাদের টাকা ব্যয় করে এই নির্বাচন সংঘটিত হচ্ছে। তাই তাদের উচিত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ৫ কোটি টাকা আদায় করা। কারণ এই নির্বাচন এখন অদরকারি।
আরও পড়ুন- এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু আজ এও জানান, নন্দীগ্রামে তাঁকে হারাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই হেরে ফিরে এসেছেন। এখন প্রিয়াঙ্কা টেবরিওয়াল ভবানীপুর জিতলে তিনি অনুরোধ জানাবেন দলকে যাতে বিরোধী দলনেতার পদ থেকে তাঁকে সরিয়ে প্রিয়াঙ্কাকে আনা হয়। এক কথায়, শুভেন্দু অধিকারী প্রিয়াঙ্কার জন্য নিজের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা করে ফেলেছেন। বিজেপি বিধায়কের স্পষ্ট কথা, নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন মানে মানুষ তাঁকে পছন্দ করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান।