কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি এবং মৃত্যুর ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার তাঁর মতোই হিংসা ইস্যুতে আদালতে যেতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। জানা গিয়েছে, কিছু বুথে ভোট বাতিলের দাবি তুলতে পারেন বিজেপি বিধায়ক।
এদিন শুভেন্দু অভিযোগ করেন, রাজ্যের ১৮ হাজার বুথে ছাপ্পা ভোট হয়েছে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সেইভাবে কোনও পদক্ষেপই করেনি। এছাড়া তিনি এও জানান, নির্বাচনে ‘হিংসা’ এবং ‘নিয়মভঙ্গে’র তথ্যপ্রমাণ হিসাবে এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ আদালতে জমা করতে চলেছেন শুভেন্দু। একই সঙ্গে যে সব বুথে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, সেখানে সিসি ক্যামেরার মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তুলে ওই সব বুথে ভোট বাতিলের দাবি করেছেন তিনি।
সোমবার কলকাতা হাইকোর্টে এই ইস্যুতেই জনস্বার্থ মামলা দায়ের করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। জানা গিয়েছে, এই জনস্বার্থ মামলায় নিজেই সওয়াল করতে পারেন তিনি। এদিকে আজই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, আগামীকাল আদালতে যাবেন। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা। তাই আগামীকাল যে রাজ্যে উত্তেজনা অন্যরকম থাকতে চলেছে তা বলাই যায়।