কলকাতা: প্রথমবারের জন্য RSS নেতাদের সঙ্গে বৈঠকে দিল্লিতে ডাক পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বৈঠক সেরে কলকাতায় ফিরেই দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা। বললেন, পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে পরিত্রাণ পাবে! যদিও এই মন্তব্য করে ঠিক কী বোঝাতে চাইলেন তিনি, তা স্পষ্ট নয়। তবে তাঁর বৈঠক যে ইতিবাচক হয়েছে সেটা বলতে ভোলেননি শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার RSS ও বিজেপির শীর্ষনেতারা দিল্লিতে বৈঠকে বসেন। সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। এই প্রথম দিল্লিতে RSS-এর কোনও বৈঠকে ডাক পেয়েছিলেন তিনি। তাই তাঁর বৈঠক নিয়ে কৌতূহল ভালোই ছিল বঙ্গ রাজনৈতিক মহলে। বিশেষ করে বিজেপি শিবিরও উৎসুক ছিল শুভেন্দু অধিকারীর বৈঠকের নির্যাস নিয়ে। তবে আজ কলকাতা বিমানবন্দরে নেমে তিনি যা বললেন তাতে আরও যেন কিছু ধন্দ তৈরি হল। কারণ বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা খোলসা করেননি শুভেন্দু।
এদিকে বিধানসভার ইস্যু নিয়ে তিনি জানিয়েছেন, রাজ্যের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনবে বিজেপি। এছাড়া রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজারে মহিলা মোর্চার অবস্থানে আগামী কাল দেখা যেতে পারে শুভেন্দু অধিকারীকে। আগামী দিনে আরও একাধিক বিষয়ে রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেওয়ার কর্মসূচিও নিয়ে নিয়েছে তারা।