‘নতুন নতুন ফ্লেভারের মদ আনছে, কর্মসংস্থান নেই’, তীব্র কটাক্ষ শুভেন্দুর

‘নতুন নতুন ফ্লেভারের মদ আনছে, কর্মসংস্থান নেই’, তীব্র কটাক্ষ শুভেন্দুর

62e44d44c04639a701a0390f9c377730

কলকাতা:  পেট্রোপণ্যের দাম কমেনি৷ কিন্তু কমেছে মদের দাম৷ প্রতিবাদে বুধবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তোপ দেগে তিনি বলেন, ‘‘রাজ্য সরকার নতুন নতুন ফ্লেভারের মদ এনে যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করছে৷ এদিকে কর্মসংস্থানের বালাই নেই।’’  

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী সতর্ক করার পরও বেপরোয়া বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির 

রাজ্য সরকার পেট্রোপণ্যের শুল্ক কমাতে কোনও পদক্ষেপ না করে কেন মদের দাম কামালো- এই ইস্যুতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। পরে তাঁর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এর পরেই আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন,  রাজ্য সরকার নতুন নতুন ফ্লেভারের মদ আনছে৷ দাম কমিয়ে যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করে তুলছে। কিন্তু তাঁদের কর্মসংস্থানের কোনও বালাই নেই।

বিরোধী দলনেতার কথায়, রাজ্য সরকার নিত্য নতুন মদ এনে এবং মদের দাম কমিয়ে সমাজকে বিপথে চালিত করছে। এর প্রতিবাদে বিজেপি’র মহিলা বিধায়করা  বিধানসভা মুলতুবির প্রস্তাব আনেন। কিন্তু এদিন বিরোধীদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী৷ শুভেন্দু আরও বলেন, রাজ্যে ২ কোটি যুবক যুবতী বেকার। মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী হিন্দু ওবিসি সম্প্রদায়ের চাকরিতে নিয়োগ পাচ্ছে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ। ২০১৪ সাল থেকে বন্ধ রয়েছে এসএসসি, টেট এবং প্রাইমারির নিয়োগ। আপার প্রাইমারিতে বিস্তর দুর্নীতি হয়েছে৷ যার জেরে রেজাল্ট বেরিয়েও আটকে রয়েছে নিয়োগ৷ আগামী প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *