কলকাতা: তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে ২০ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ তুলেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, মোটা টাকা অগ্রিম নিয়েও ফ্ল্যাট দেওয়া হয়নি অনেককে। নুসরত জাহান সহ বেশ কয়েকজন এই অভিযোগে বিদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি। তার আগে ‘প্রতারিতদের’ সঙ্গে দেখা করে ন্যায়ের আশ্বাস দিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার একাধিক প্রবীণ সরকারি কর্মচারীদের সঙ্গে দেখা করেন তিনি যারা এই অভিযোগ এনেছেন।
বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা জনসমক্ষে অভিযোগ এনেছিলেন যে, ৪০০-র বেশি প্রবীণ নাগরিক এক সংস্থায় সাড়ে পাঁচ লক্ষ টাকা করে জমা দিয়েছিলেন ফ্ল্যাট পাওয়ার আশায়। সেই সংস্থার এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন নুসরত জাহান। কিন্তু পরবর্তী সময়ে কেউ ফ্ল্যাট তো পাননি, বেশিরভাগ কেউ টাকাও ফেরত পাননি। কিছুদিন অল্প টাকা ফেরত পেলেও বাকি টাকা পাননি। এই প্রেক্ষিতেই ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই ইস্যুতে ‘প্রতারিতদের’ সঙ্গে দেখা করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা অত্যাচারিত, তাঁদের পাশে বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসাবে দাঁড়াবে বিজেপি। তিনি সব খবর রাখছেন, কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সবই খতিয়ে দেখছেন। তিনি এও দাবি করেন, শাসকদলের সাংসদ-সহ অন্যান্যরা জড়িত রয়েছেন এই ঘটনায়।
যদিও নুসরত কাণ্ড মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। কিন্তু তার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে। অভিযোগ সত্যি কিনা সেটা আগে দেখতে হবে। এই প্রেক্ষিতে মমতা এটাও জানান, আইন আইনের পথে চলছে। অভিযোগ সত্যি প্রমাণ হলে ব্যবস্থা হবে।