মুকুলের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি শুভেন্দুর

মুকুলের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি শুভেন্দুর

9403adc9c46c8452ae9790153f2bbdd0

কলকাতা:  বিজেপি থেকে মুকুল ঝরতেই শুরু তিক্ত লড়াই৷ তাঁর দিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আগেই৷ এবার তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী৷ শুক্রবার ১২ টা নাদাগ স্পিকারের কাছে ওই চিঠি পাঠান বিরোধী দলনেতা৷ অবিলম্বে পদক্ষেপের আবেদন জানিয়েছেন শুভেন্দু৷ 

আরও পড়ুন- বাংলা নিয়ে অপপ্রচার চালাচ্ছে BJP, মানছে না গণতান্ত্রিক ব্যবস্থা, দাবি সুখেন্দু শেখরের

বৃহস্পতিবার থেকেই চলছিল প্রস্তুতি৷ কিন্তু বিধানসভার সচিবালয়ের চিঠিপত্র জমা নেওয়ার দফতর বন্ধ থাকায় গতকাল চিঠি পাঠাতে পারেননি শুভেন্দু৷ শুক্রবার দুপুরে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠান তিনি৷ চিঠি জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে৷ যদিও ওই চিঠি এখনও হাতে পাননি বলেই জানিয়েছেন বিধানসভার স্পিকার৷ তিনি এখন বিধানসভা নেই৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় টেলিফোনে জানিয়েছেন, চিঠি হাতে পাওয়ার পরেই এই বিষয়ে পদক্ষেপ করবেন৷ এদিন দুপুরে শুভেন্দু অধিকারীর লেখা চিঠি হাতে গিয়ে জমা দিয়ে আসেন দলীয় এক নেতা৷ সেই চিঠি গ্রহণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব৷  

মুকুল রায় তৃণমূলে প্রত্যাবর্তন করলেও তিনি আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপি বিধায়ক৷ ফলে দ্রুত তাঁর সদস্য পদ খারিজ করা হোক৷ শুভেন্দু তাঁর চিঠিতে লিখেছেন, যে দিন মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দিয়েছিলেন, সেদিনই তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া উচিত ছিল৷ অন্যদিকে, মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ ছাড়বেন কিনা, সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি৷ 

শুক্রবার মুকুল রায়ের পদত্যাগের দাবি জানিয়ে টুইট করেন স্বপন দাশগুপ্ত৷ তিনি লেখেন,  ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন৷ তাঁর দল বদল নিয়ে কোনও সংশয় নেই৷ কিন্তু তিনি বিজেপি’র প্রতীকে জয়ী হয়েছিলেন৷ তাই তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি৷’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *