‘মমতার খেলা শেষ’, ভোটপর্বের শেষ বেলায় মুখ খুললেন শুভেন্দু

পূর্ব মেদিনীপুর: ষষ্ঠ দফায় রাজ্যে ভোট হচ্ছে আটটি কেন্দ্রে (India general Elections 2024)। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসে পৌঁছেছে। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে…

পূর্ব মেদিনীপুর: ষষ্ঠ দফায় রাজ্যে ভোট হচ্ছে আটটি কেন্দ্রে (India general Elections 2024)। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসে পৌঁছেছে। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ঝাড়গ্রামের গড়বেতা ও কেশপুরে।

ভোটের শেষ লগ্নে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ প্রথম সারির একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করেন তিনি৷

শুভেন্দু বলেন,

“নন্দীগ্রামে ৬৩টি মুসলিম বুথ রয়েছে৷ তার মধ্যে একটা বাদ দিয়ে মুসলিম এজেন্ট বসিয়েছি। বিজেপি আর অচ্ছুত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা প্রায় শেষ৷ এনআরসি-সিএএ, বিজেপি হিন্দুদের পার্টি এই সব খেলা আর থাকবে না।”

লোকসভা নির্বাচনের সব খবর জানতে ক্লিক করুন…📰

Bengal: India general Elections 2024 Suvendu adhikari give reaction on Election today. In the final phase of Bengal elections, Suvendu Adhikari declares “Mamata’s game is over” amid rising tensions in Garbeta and Keshpur. He discusses minority outreach and BJP’s changing image. Learn more about Suvendu’s bold statements and their political implications.In the sixth phase of state elections, eight constituencies in West Bengal are voting. Reports of sporadic unrest have come in from various places. The most tension has been seen in Garbeta and Keshpur in Jhargram. In the final phase, opposition leader Suvendu Adhikari spoke to the media. In an interview with a leading news outlet, he commented on minority outreach.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *