নন্দীগ্রাম: ফের একবার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। নতুন কিছু ঘটনা না হলেও আজকের দিনে এটাই নতুন ঘটনা। কারণ এটাই শুভেন্দু অধিকারীর প্রথম মনোনয়ন পেশ বিজেপি নেতা হিসেবে। আজ হলদিয়া মহকুমাশাসকের অফিসে গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন তিনি। হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সিপিএম প্রার্থী হিসেবে এখানে এই দুই মহরথীর বিরুদ্ধে লড়াই করবেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে সেই দিনই ‘হামলা’ হয় তাঁর ওপর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। অভিযোগ উঠেছে বিজেপি কথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে আজ মনোনয়ন পেশ করলেন নব্য বিজেপি নেতা। এদিন আবার মনোনয়ন পেশ করার আগে রোড শো করেন তিনি। শুভেন্দু অধিকারীর প্রচারে এদিন বাংলায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান।
আরও পড়ুন: নন্দীগ্রামে কীভাবে আক্রান্ত মমতা? CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে আজ দুটি মন্দিরে পুজো দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে সকালে পুজো দেওয়ার পর তিনি চলে যান সোজা জানকিনাথ মন্দিরে। তারপর সেখান থেকেই শুরু হয় মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর মেগা রোড শো। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে হবে ভোট গ্রহণ। প্রসঙ্গত, বুধবার হলদিয়ায় গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দেন মমতা বন্দ্যোপাধ্যা৷ সেখান থেকে ফের আসেন নন্দীগ্রামে৷ সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রেয়াপাড়ায় নিজের অস্থায়ী বাসভবনে ফেরার সময় বেরুলিয়া বাজারে আক্রান্ত হন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, ষড়যন্ত্র করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে৷ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চার-পাঁচ জন যুবক মিলে এই কাজ করেছে৷ বিজেপি’র দাবি, রাস্তার পাশে থাকে ভারী মিমে ধাক্কা লাগে মুখ্যমন্ত্রীর গাড়ির খোলা দরজা৷ তার জেরেই চোট লাগে তাঁর৷ রাতেই নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷