অভিষেকের বিরুদ্ধে ফের হাই কোর্টে মামলা শুভেন্দুর! এবার কী অভিযোগ তাঁর?

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হাই কোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় সড়ক আটকে মিছিল করার অভিযোগ জানিয়ে বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন শুভেন্দু। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একটি মামলা করলেন তিনি। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সভাপতির ‘নবজোয়ার’ কর্মসূচিতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে৷ এই অভিযোগেই এবার জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী।
গত মাসে রাজ্যজুড়ে শুরু হয় তৃণমূলের নবজোয়ার৷ সেই কর্মসূচি অনুযায়ী উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করেন অভিষেক। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্বাচন করতে গোপন ব্যালটের আয়োজন করেছে শাসক দল। যদিও সেই নির্বাচন ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। এই পরিস্থিতি সামাল দিতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে৷ সেই অভিযোগ তুলেই ফের হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু৷ জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। তাঁর অভিযোগ, দলীয় কর্মসূচিতে এত পুলিশ রাখা হবে কেন? পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে শাসক দল? নিশানা বিরোধী দলনেতার৷ তাঁর আরও অভিযোগ, এই বিষয়ে রাজ্যের ডিজিকে চিঠি লিখেও উত্তর পাওয়া যায়নি৷
এর আগে শুভেন্দু হাই কোর্টে অভিযোগ করেছিলেন, ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়ক আটকে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়ক আইন অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এভাবে রাস্তা আটকে মিছিল করা যায় না। এক্ষেত্রে নিয়ম মানা হয়নি৷