Aajbikel

'নাচগান-পাগলু ড্যান্সের মঞ্চ', তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর

 | 
শুভেন্দু

কলকাতা: আজ ২১ জুলাই৷ তৃণমূলের শহিদ দিবস৷ আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ তার ঠিক আগে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তীব্র কটাক্ষ করলেন ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে৷ এদিন তৃণমল কমগ্রেসের ২১শে জুলাইয়ের সভাকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘শহিদ সভা এখন নাচগানের মঞ্চ হয়ে গিয়েছে। পাগলু ড্যান্সের মঞ্চ হয়ে গিয়েছে।'


উল্লেখ্য, দিন কয়েক আগে শুভেন্দু বলেছিলেন, তাঁর কাছে সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জড়িত থাকার প্রমাণ রয়েছে৷ সেই সমস্ত প্রমাণ তিনি সিবিআই-এর কাছে জমা দেবেন৷ এবার সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়ে সিবিআইয়ের অধিকর্তাকে চিঠি পাঠালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি বেসরকারি চ্যানেলের নাম উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই চ্যানেলকে টাকা দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুর মতো ব্যক্তিটা টাকা দিতেন বলেও দাবি করেছেন শুভেন্দুর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও সারদা মামলায় জিজ্ঞাসাবাদ করার দাবি জানান শুভেন্দু অধিকারী।


এতদিন পর কেন সারদা সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা মনে পড়ল শুভেন্দুর?  সেই প্রশ্ন তুলে পালটা আক্রমণে নেমেছেন তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর বক্তব্য, আমার সুবিধা ভোগীদের গ্রেফতার চাই। ১০ বছর ধরে কাজ হয়নি বলে লিখেছি। ওরা যদি জেলের ভিতর থেকে বিমান বসু, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারীর নাম লেখাতে পারে, তাহলে আমি পারি না কেন?'

Around The Web

Trending News

You May like