অনৈতিকভাবে নবান্নকে ব্যবহার করা হচ্ছে! মমতা-কেজরি বৈঠক ইস্যুতে দাবি শুভেন্দুর

অনৈতিকভাবে নবান্নকে ব্যবহার করা হচ্ছে! মমতা-কেজরি বৈঠক ইস্যুতে দাবি শুভেন্দুর

কলকাতা: মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল-সহ আম আদমি পার্টি (আপ)-র নেতারা কলকাতায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এই দলে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির মন্ত্রী অতিশী এবং আপ সাংসদ রাঘব চড্ডা। এই বৈঠক নিয়েই একাধিক প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর বিস্ফোরক দাবি, নবান্নকে অনৈতিকভাবে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এমন অভিযোগ তাঁর?

রাজ্যের বিরোধী দলনেতা এই ইস্যুতে ইতিমধ্যেই টুইট করেছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করতেই মঙ্গলবার নবান্নে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। আর সবথেকে বড় অবাক করার মতো বিষয় যে, এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গেই শুভেন্দু বলেন, যারা প্রশ্ন করবেন যে এই বৈঠকে তাঁর কীসের আপত্তি তাদের তিনি জানান, এই বৈঠক যদি দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর হয় তাহলে তার কারণ কী? লিকার নীতি বা শিক্ষাক্ষেত্র নিয়ে কোনও মউ সাক্ষর হয়েছে কী? জানা নেই। 

আসলে দিল্লির রাশ হাতে রাখতে বিতর্কিত অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সংসদে এই বিল আনলে তৃণমূল তার বিরোধিতা করবে বলে গতকাল জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, লোকসভা ভোটের আগেই বিজেপিকে হারানোর সুযোগ এসেছে। রাজ্যসভায় বিজেপি বিরোধী সব দল একজোট হলে বিজেপিকে হারানো সম্ভব। আগামী বছর লোকসভার আগেই যাতে বিজেপিকে ‘হারানো’ যায় তার জন্য পদক্ষেপ নেওয়া শুরু বিরোধীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =