সরকারি টাকায় বিয়েবাড়ি যাচ্ছেন! মমতার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ শুভেন্দুর

সরকারি টাকায় বিয়েবাড়ি যাচ্ছেন! মমতার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ শুভেন্দুর

suvendu adhikari

কলকাতা: চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর, এমনটাই নবান্ন সূত্রে খবর। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এই উত্তরবঙ্গ সফর নিয়ে বিস্ফোরক দাবি করলেন। তাঁর কথায়, সরকারি টাকায় উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিয়েবাড়িতে খেতে যাচ্ছেন! শুভেন্দুর এই দাবি ঘিরে হইচই। 

সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে রওনা দিয়ে ১২ তারিখ ফিরবেন মুখ্যমন্ত্রী। এর মাঝে কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া শিলিগুড়িতেও পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন। পাশাপাশি ৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন তিনি। কিন্তু বিজেপি বিধায়ক দাবি করেছেন, সরকারি টাকায় পুলিশ নিয়ে, হেলিকপ্টার আর প্লেন নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর একজন ভাই আছে, তাঁর ছেলের বিয়ে। এর সঙ্গে সরকারি কর্মসূচির কোনও যোগাযোগ নেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =