‘মধ্যরাত থেকে নিখোঁজ চার ছাত্রনেতা’, দাবি শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’৷ ওই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিজেপি৷ এমনকি রাজনৈতিক পরিচিতি সরিয়ে ‘ব্যক্তিগত’ ভাবে থাকার ইচ্ছাপ্রকাশ…

suvendu kunal5

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’৷ ওই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিজেপি৷ এমনকি রাজনৈতিক পরিচিতি সরিয়ে ‘ব্যক্তিগত’ ভাবে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে শুভেন্দুর বিস্ফোরক দাবি, মিছিলে আসার পথে চার ছাত্রনেতা ‘নিখোঁজ’। সোশ্যাল মিডিয়ায় ওই চার ছাত্র নেতার নামও উল্লেখ করেছে তিনি৷ বিরোধী দলনেতা লিখেছেন, নবান্ন অভিযানে যোগ দিতে ওঁরা হাওড়া স্টেশনে আসছিলেন৷ কিন্তু মধ্যরাতের পর আচমকাই নিখোঁজ হয়ে যান৷ ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না৷ তিনি এও বলেন, ‘‘আমরা সন্দেহ করছি, পুলিশ তাঁদের গ্রেফতার বা আটক করে থাকতে পারে।”

 

শুভেন্দুর পোস্টের পাল্টা পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ তিনি বলেন, “এঁরা আদৌ নিখোঁজ কি না, কেউ নিখোঁজ করালেন, কেউ জানেন না। সকাল থেকে উত্তেজনা ছড়াতে এই সব পোস্ট করা হচ্ছে। যাঁরা অনুমতিহীন আন্দোলন এবং আন্দোলনের নামে অশান্তি তৈরির চেষ্টাকে উৎসাহ দিতে চাইছেন, সব দায়িত্ব তাঁদেরই।”