১৫২ কোটির দুর্নীতি, জনগণের করের টাকা কারচুপি! মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

১৫২ কোটির দুর্নীতি, জনগণের করের টাকা কারচুপি! মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

কলকাতা: ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে সরাসরি যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠক করে এমন দাবি করে আইপ্যাককেও নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টেন্ডার দুর্নীতির কথা তুলে তাঁর দাবি, ১৫২ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফাই চেয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, জনগণের করের টাকা কারচুপি হয়েছে। 

শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা IPAC ঘনিষ্ঠ সংস্থাকে টেন্ডার পাইয়ে দিতে বেআইনিভাবে শর্ত আরোপ করা হয়েছে টেন্ডারে। আর গোটাটাই হয়েছে মুখ্যমন্ত্রীর সম্মতিতে। আইপ্যাক নিয়ে তাঁর অভিযোগ, টেন্ডার জিতেই ৩৫০ জন কর্মী নিয়োগ করে IPAC ঘনিষ্ঠ সংস্থা সংস্থাটি। আর এরা প্রত্যেকেই IPAC-এর কর্মী। আসলে জনগণের করের টাকায় এদের বেতন হচ্ছে। কিন্তু এরা রাজ্য সরকারের কাজের পাশাপাশি তৃণমূলের হয়েও কাজ করে। এই প্রেক্ষিতেই সাধারণ মানুষের টাকা কারচুপি করা হয়েছে বলে দাবি তাঁর। 

শুভেন্দুর আরও বক্তব্য, তৃণমূল এখন পারিবারিক এবং কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে। বিধানসভা ভোটের বৈতরণী এভাবেই পার করেছে তারা। আসলে কোথায় কে প্রার্থী হবে তার সিদ্ধান্ত নেয় কর্পোরেট সংস্থাই, দাবি শুভেন্দুর। এমনকি তাঁর এও ধারনা, পঞ্চায়েত ভোটেও কে কোথায় প্রার্থী হবেন তা ঠিক করেছিল এই সংস্থা। এখানেই না থেমে তিনি আরও বড় অভিযোগ করেন, ১৫২ কোটি টাকার মধ্যে কাটমানিও নিয়েছে তৃণমূল কংগ্রেস।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =