নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোট ঘিরে সকাল থেকেই তুলকালাম৷ মারামারি, খুনোখুনি, হিংসা চলছেই৷ রয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগও৷ এরই মধ্যে ভোট দিতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ঘড়িতে কাঁটা তখন ১১টা পেরিয়েছে। নন্দীগ্রামের নন্দ নায়ক বাড়ের ৭৭ নম্বর বুথে পৌঁছলেন নন্দীগ্রামের বিধায়ক৷ তবে তাঁর সঙ্গে ছিল না নিরাপত্তা বাহিনী৷ হাই কোর্টের নির্দেশ মেনে নিরাপত্তাবাহিনী ছাড়াই ভোট কেন্দ্রে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন শুভেন্দু৷ বিরোধী দলনেতা যখন ভোটগ্রহণ কেন্দ্রে এসে পৌঁছন, তখন বুথের বাইরে লম্বা লাইন৷ সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের তৃণমূল কর্মীও! জেলায় জেলায় যখন হিংসা, মারামারি, দেদার ছাপ্পার অভিযোগ, তখন নন্দ নায়ক বাড়ের ৭৭ নম্বর বুথে দেখা গেল অন্যচিত্র। পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর সঙ্গে বুথের বাইরে হাসিমুখে ছবি তুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক৷
রাজ্যের বিরোধী দলনেতাকে এদিন আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন খোদ তৃণমূল প্রার্থীই। ভোটারদের অনুরোধ করলেন যাতে শুভেন্দুকে আগে ছেড়ে দেওয়া হয়। তৃণমূল প্রার্থীর অনুরোধ রাখলেন ভোটাররাও। নির্বিঘ্নে নিজের বুথে ঢুকে ভোট দিয়ে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা। তাঁর বুথে শান্তিপূর্ণ ভোট হলেও, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোটবাক্স, ব্যালট পেপার লুঠ হয়েছে। অথচ কমিশন নিরব দর্শক৷ সকাল থেকে রাজ্যে যে হিংসার ছবি উঠে এসেছে, তা নিয়ে টুইটও করেন শুভেন্দু। সেই টুইটে কমিশন ও কমিশনার রাজীব সিনহাকে তুলোধোনা করেন বিরোধী দলনেতা।