নন্দীগ্রাম: বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হতে না হতেই সকাল থেকে বিক্ষিপ্ত জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী এবং বিজেপির মহিলা পোলিং এজেন্টের ওপর হামলার ঘটনা সামনে এসেছে যা উত্তাপ আরো বাড়িয়েছে। এবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা ঘটলো।
জানা গিয়েছে তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, এর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। পাশাপাশি জানা গিয়েছে, আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমের গাড়িও। উল্লেখ্য, এদিন সকালে ভোট পর্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীকেও। এদিন তাঁর ওপর হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে এবং যারা হামলা চালিয়েছে তারা ‘বেগমের দুধেল গাই’! একইসঙ্গে প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে শুভেন্দু মন্তব্য করেছেন যে, দ্বিতীয় দফার নির্বাচনে যে ৩০ টি আসনে ভোট হয়েছে সেখানে একটিতেও জিতবে না তৃণমূল কংগ্রেস।
বিজেপির মহিলা পোলিং এজেন্টের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছিল কেশপুর। এবার সেখানের বিজেপি প্রার্থীর গাড়ির ওপর লোহার রড, বাঁশ এবং ইট দিয়ে হামলা করা হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যম, ভাঙচুর করা হয়েছে গাড়িও। হামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এবং এই ধরনের ঘটনার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে এই জিনিস চলবে ২ মে পর্যন্ত, তারপর মমতা ‘বেগম’ আর কিছু করতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পর তৃণমূল কংগ্রেস এবং কর্মী-সমর্থকরা তা ভাঙচুর করে বলে অভিযোগ এবং একইসঙ্গে প্রার্থীর বাড়ি তাড়া করে আক্রমণ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠছে। পাশাপাশি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে।