লাগাতার রক্তপাত বঙ্গে, নির্বাচন কমিশনারকে ফোন করে হুঁশিয়ারি শুভেন্দুর

লাগাতার রক্তপাত বঙ্গে, নির্বাচন কমিশনারকে ফোন করে হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা: পঞ্চায়েত ভোটের সকাল থেকেই রাজ্য জুড়ে হিংসা, খুনোখুনি হয়েছে, মুড়িমুড়কির মতো চলেছে বোমাবাজি। দফায় দফায় অশান্তির খবর আসছে এখনও। ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে ভোট শুরুর পর সকাল থেকে অন্তত ৩ ঘণ্টা কমিশনের দফতরে রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন না বলেই জানা গিয়েছিল। অনেক পরে দফতরে পৌঁছে তিনি যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে খোঁজ নেন তখন একাধিক মৃত্যু হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট প্রদান করার পর ফোন করে নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর মিলছে। 

ভোটে অশান্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন রাজ্যের বিরোধী দলনেতার হুঁশিয়ারি সন্ধে ৬ টার পর কমিশন তালা বন্ধ করুন! আর কত রক্ত চাই আপনাদের? এই প্রশ্নও নাকি তিনি করেছেন তাঁকে। একই সঙ্গে কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কমিশনের দফতর থেকে নির্বাচন কমিশনার রাজীব সিনহার বাড়ির দূরত্ব খুব বেশি হলে ২ কিলোমিটার হবে। অথচ আজ সকালে তিনি যখন দফতরে এলেন তখন ঘড়িতে ১০টা৷ এদিকে, ১১টা বাজার আগেই মুর্শিদাবাদ, কোচবিহার, আউশগ্রাম, মানিকচকে খুন হয়ে গিয়েছেন ৭ জন। তার মধ্যে শাসক দলেরই রয়েছেন ৫ কর্মী৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *