২০২৪ সালের ভোট নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু! জল্পনা শুরু

২০২৪ সালের ভোট নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু! জল্পনা শুরু

a58c93b0d76fcb12fcfafce45c460f6d

কলকাতা: আর মাত্র ২ বছর। তারপরেই দেশে আরও একটি লোকসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে কার্যত কৌতূহল এখন থেকেই তুঙ্গে। ফের কি বিজেপি নাকি এবার বিরোধী পক্ষ কিছু কামাল করে দেখাতে পারবে, এই প্রশ্ন জনগণের মধ্যেই ঘোরপাক খাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরাও এই ইস্যুতে জোর আলোচনা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। তবে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ২০২৪ সালের নির্বাচন নিয়ে বড় দাবি করে বসলেন।

আরও পড়ুন-  মমতাকে ফের চিঠি গুরুংয়ের, পাহাড়ের নির্বাচনের বিরোধিতা বহাল

শুভেন্দু অধিকারীর বক্তব্য, ২০২৪ সালে দেশে লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় বিধানসভা ভোট হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার পাঁচ বছর মেয়াদ সম্পূর্ণ করতেই পারবে না। যদিও এমন দাবি তাঁর প্রথম নয়। এর আগেও তিনি এই দাবি তুলেছেন এবং বলেছেন, রাজ্যে আইন-কানুন কিছু নেই, আর্থিক অস্বচ্ছলতা রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরেও তৃণমূল সরকারের জন্য উলটো স্রোত বইতে শুরু করেছে রাজ্যে। তাই ২০২৬ পর্যন্ত এই সরকার থাকবে না। তার আগেই অর্থাৎ ২০২৪ সালেই লোকসভা ভোটের সময়ে বিধানসভা ভোট হবে। বাঁকুড়ার সোনামুখীতে শুক্রবার বিজেপির ‘সঙ্কল্প যাত্রা’য় অংশগ্রহণ করতে গিয়েই এমন দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু আরও কটাক্ষ করে বলেছেন, রাজ্যে বড় বড় দুর্নীতির ঘটনা এমনিতেই প্রকাশ্যে আসছে। রাজ্যের মন্ত্রীদের নাম ইতিমধ্যেই দুর্নীতির মধ্যে চলে এসেছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস সরকার নজর ঘোরানোর চেষ্টা করছে। যদিও শুভেন্দুকে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। তাদের বক্তব্য, বাঙলায় একে একে সবাই বিজেপি ছেড়ে যাচ্ছে। সংগঠন তাদের তলানিতে। এই অবস্থায় দলের মুখ বাঁচাতে এইসব ভুয়ো দাবি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *