ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে যুক্ত মমতা! বিরাট দাবি করলেন শুভেন্দু

ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে যুক্ত মমতা! বিরাট দাবি করলেন শুভেন্দু

কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার হিংসা এবং অশান্তির প্রতিবাদে মিছিল করার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় দাবি করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক দুর্নীতি তিনি ফাঁস করবেন তিনি। এদিন সেই ইস্যুতে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে সরাসরি যুক্ত মুখ্যমন্ত্রী। এই নিয়ে নথিও তিনি প্রকাশ্যে আনবেন বলে দাবি করেছেন। 

একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল তৃণমূলের বহু নেতা। বিগত কয়েক বছর ধরে অস্বস্তি বহাল রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবার সেই অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতিতে জড়িয়ে, সেই তথ্যও তিনি পেয়েছেন। বৃহস্পতিবার সেই নিয়েই বিস্ফোরক দাবি করলেন তিনি। যদিও এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছিলেন শুভেন্দু। কিন্তু শাসক দল পাত্তা দেয়নি। তবে এবার তিনি স্পষ্ট বলেন, সমস্ত টেন্ডার ও কাগজপত্র নিয়ে সাংবাদিক বৈঠক করবেন। 

আইন বিরুদ্ধেভাবে ‘আইপ্যাক’কে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে, এই দাবি তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী বাংলার গর্ব নয়, বাংলার লজ্জা, সংসদীয় গণতন্ত্রের লজ্জা। প্রসঙ্গত, আজ বিধানসভায় পঞ্চায়েত ভোটের ইস্যু উঠতেই আচমকা নন্দীগ্রাম প্রসঙ্গ তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বিঁধে তিনি জানতে চান, নন্দীগ্রামে কী হয়েছিল তা কারোর মনে আছে কিনা। এরপরেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =