সিপিএমও কোনওদিন তৃণমূলের সভায় ঢিল ছোড়েনি! ঘাসফুলকে একহাত শুভেন্দুর

সিপিএম কোনদিন তৃণমূল কংগ্রেসের সভায় ঢিল ছোড়েনি, আজ এটাও দেখতে হল। এই বলে কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রাম: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামের জনসভা থেকে সিপিএমের প্রশংসা করে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। শুভেন্দু বলেন, আজকের নন্দীগ্রামের সভা পন্ড করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে ঢিল পর্যন্ত ছোড়া হয়েছে। সিপিএম কোনদিন তৃণমূল কংগ্রেসের সভায় ঢিল ছোড়েনি, আজ এটাও দেখতে হল। এই বলে কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন তিনি আরো বলেন, আজ এই সভায় যাতে সর্মথকরা আসতে না পারে তার জন্য একাধিক প্রচেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তাও মানুষ আজকের সভায় এসেছেন। এক্ষেত্রে তিনি চিন্তিত যে সকলে যেন সন্ধ্যের আগে ঠিক মতন বাড়ি ফিরতে পারেন। শুভেন্দু বলেন, সিপিএম আমলের তৃণমূল কংগ্রেসের সভায় কোনদিন ঢিল পড়েনি, কিন্তু আজ এই সভা বদল করার জন্য তৃণমূলের তরফে ঢিল ছোড়া হয়েছে। এই প্রসঙ্গ তুলে এই বাংলায় পরিবর্তনের পরিবর্তনের বার্তা দেন শুভেন্দু অধিকারী। 

একই সঙ্গে আজকে কেন বিজেপি এখানে সভা করছে সেই ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‌৭ তারিখ তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের সভা করার কথা ছিল, সেই কারণে পাল্টা সভার আয়োজন করা হয়েছিল এ দিন। কিন্তু তৃণমূল নির্ধারিত দিনে সভা না করে ১৮ তারিখ সভা করার কথা ঘোষণা করেছে। এদিন সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের পাল্টা সভা করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ১৯ তারিখ জামাল কংগ্রেসের পাল্টা সভা করেছে ভারতীয় জনতা পার্টি। সব উত্তর সেই সভা থেকেই দেওয়া হবে। প্রসঙ্গত, এদিন জনসভা থেকে মুকুল বলেন, নন্দীগ্রাম আন্দোলনে যদি সবচেয়ে বড় ভূমিকা কারোর থেকে থাকে তাঁর নাম শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নিতাই এবং নন্দীগ্রাম আন্দোলন তাঁর নিজেরও কিছু যোগদান ছিল বলেও দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। একই সঙ্গে সিঙ্গুর আন্দোলন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নেন তিনি। মুকুল রায় দাবি করেন, সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেওয়া সেদিন ভুল হয়েছিল। রাজ্য থেকে টাটাদের তাড়িয়ে দেওয়ার ফলে আজ পর্যন্ত বাংলায় একটাও কারখানা তৈরি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *