খেজুরি: গতকাল দীর্ঘ পাঁচ বছর পর নন্দীগ্রামে ঐতিহাসিক জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা প্রসঙ্গে পাল্টা উত্তর দেওয়ার কথা বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ খেজুরিতে জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা উত্তর দিতে গিয়ে চরম আক্রমনাত্মক হলেন তিনি। মন্তব্য করলেন, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গিয়ে জানতেও পারেননি কোথায় সভা করছেন। মুখ ঘুরিয়ে বোর্ড দেখে বলতে হচ্ছে তেখালির সভা। কিন্তু তাঁকে টুকলি করতে হয় না বলে আত্মবিশ্বাসের সঙ্গে মনে করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন জনসভায় বক্তব্য রেখে তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী গতকাল নন্দীগ্রামে গিয়ে শহীদদের নাম পড়ছেন কাগজ দেখে দেখে। কিন্তু তাঁকে কোনদিন টুকলি করতে হয়নি, হবেও না। এই বলে একে একে যারা গুলি খেয়ে ছিলেন তাদের নাম পরপর বলতে থাকেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে গতকালের মতো এদিনও দাবি করেন, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সভা ছিল না, সেটা ছিল হায়দরাবাদের আসাউদ্দিন ওয়েইসির দলের জনসভা। কারা কারা সভায় এসেছিল সবাই জানে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে শহীদদের নাম ভুল বলেছেন মুখ্যমন্ত্রী এমন দাবিও করলেন শুভেন্দু। বিজেপি নেতা আরও বলেন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছিল তিনি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে নন্দীগ্রামে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট বলেছেন, দু’জায়গায় তাকে দাঁড়াতে দেবে না বিজেপি, মমতাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে।
যদিও নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও তিনি কি আদৌ নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হবেন, এ ব্যাপারে আপাতত কিছু খুলসা করেননি তিনি। তবে মন্তব্য করেছেন, বিজেপির প্রার্থী এভাবে মঞ্চ থেকে ঘোষণা করা যায় না কারণ বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। সেখানে মাননীয়া যা বলেন সেটাই দলের সিদ্ধান্ত হয়ে যায়। কিন্তু বিজেপিতে সেটা হয় না। তবে এদিন মমতাকে এক জায়গায় দাঁড়াতে হবে, এই মন্তব্য করে কার্যত অন্যরকম চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী তা বলাই বাহুল্য।