শুভেন্দুকে ‘কেন্দ্রীয় মন্ত্রী’র সমান মর্যাদা! নতুন বছরে বড় উপহার কেন্দ্রের!

শুভেন্দুকে ‘কেন্দ্রীয় মন্ত্রী’র সমান মর্যাদা! নতুন বছরে বড় উপহার কেন্দ্রের!

কলকাতা: বিজেপি নাম লেখানোর আগেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এবার বিজেপি নাম লেখানোর পর নতুন বছরে বড়সড় উপহার পেলেন নন্দীগ্রামের এই জনপ্রিয় নেতা৷

দলবদলের আগে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন৷ এবার বিজেপি নাম লিখিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা পেতে চেলেছে শুভেন্দু অধিকারী৷ জানা গিয়েছে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিবাসে দায়িত্ব পেতে চলেছেন শুভেন্দু৷ নতুন বছরেই তাঁকে ওই পদে নিয়োগ করতে পারে কেন্দ্র৷ বিজেপিতে যোগদানের পর অধিকারী পরিবারের মেজ ছেলেকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ দেওয়া হতে পারে৷ সূত্রের খবর, সংশ্লিষ্ট মন্ত্রক থেকে ফোন করা হয়েছে তাঁকে৷ নথিপত্র জোগাড়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর৷ চাওয়া হয়েছে বায়োডেটা৷ নতুন বছরের শুরু থেকেই তিনি এই পদে যোগ দিতে পারেন৷

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছেতেই এই পদে নিয়োগ করা হতে পারে তাঁকে৷ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদটি কেন্দ্রীয় মন্ত্রী পদের সমান৷ কেন্দ্রীয় মন্ত্রীরা যে সুযোগ-সুবিধা পান, সেই সুবিধা পান জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকেও৷

চলতি মাসে মেদিনীপুরে দাঁড়িয়ে অমিত শাহয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দু’টি মন্ত্রিত্বের দায়িত্বের পাশাপাশি একাধিক পদে ছিলেন তিনি৷ বিজেপিতে যোগ দেওয়ার আগে সমস্ত পদ ছেড়ে দেন শুভেন্দু৷ রাজ্য সরকারি নিরাপত্তা, মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন সরাসরি যোগ দেন বিজেপিতে৷ শুভেন্দুর আগে রাজ্যে এইচআরবিসি ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদেও দীর্ঘ সময় ধরে দায়িত্ব সামলে এসেছেন৷ বিজেপিতে যোগ দিলে শুভেন্দুকে যোগ্য সম্মান দেওয়া হবে, আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ৷ পরে অমিত-হাতে বিজেপিতে নাম লিখিয়ে ‘পিসি-ভাইপো’র বিরুদ্ধে সরব হন শুভেন্দু৷ এবার পেতে চলেছেন কেন্দ্রের বড় উপহার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =